আন্তর্জাতিক
- ব্রিটেনে বরিস জনসন মন্ত্রিসভায় ঠাঁই পেলেন মোট ৩ জন ভারতীয় বংশোদ্ভূত। ইনফোসিস প্রধান নারায়ণ মূর্তির জামাতা ঋষি সুনক প্রধান কোষাধ্যক্ষ এবং অলোক শর্মা আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নমন্ত্রী নিযুক্ত হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর পদ পেয়েছেন প্রীতি প্যাটেল। কনজারভেটিভ পার্টির নেতা প্রধানমন্ত্রী বরিসও বহুবার ভারতে এসেছিলেন। তাঁর প্রথম স্ত্রী ভারতীয় বংশোদ্ভূত।
- ২০২১ সালে মহাকাশে মানুষ পাঠানোর সিদ্ধান্ত জানাল পাকিস্তান। তাদের প্রযুক্তি সহায়তা দেবে চিন। এবং মহাকাশচারী বেছে নেবে তাদের বায়ুসেনা।
- ১৯৪৭ সালের রেকর্ড ভেঙে দিল ইউরোপের তাপপ্রবাহ। প্যারিস, লন্ডন, বার্লিন, মাদ্রিদে এদিন সর্বোচ্চ উষ্ণতা ছিল যথাক্রমে ৪০.২, ৩৮.৩৭ ও ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
জাতীয়
- তথ্য জানার অধিকার (সংশোধনী) বিল পাস হল রাজ্যসভায়। এটি আগেই লোকসভায় পাস হয়েছিল।
- সুপ্রিম কোর্টের রায় এখন থেকে বাংলা ভাষাতেও মিলবে। গত ৩ জুলাই বলা হয়েছিল হিন্দি। কিন্তু সেখানে বাংলা ভাষার নাম ছিল না। এ নিয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে চিঠি দিয়েছিলেন বাংলার জনপ্রতিনিধিরা। এরপর এদিন এই সিদ্ধান্ত জানানো হল।
বিবিধ
- ভারতে আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত নীরব মোদীর বিচারবিভাগীয় হেফাজত ২২ আগস্ট পর্যন্ত বর্ধিত করল ব্রিটেনের ওয়েস্ট মিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্ট।
- শিল্পপতি রবীন জিন্দলের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দিল দিল্লির একটি আদালত। কয়লার ব্লক বণ্টনের সময় স্ক্রিনিং কমিটিকে ভুল তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে জিন্দল ও তাঁর সংস্থার ৪ জন আধিকারিকের বিরুদ্ধে।
খেলা
- ফিফা বিশ্ব ফুটবল র্যাঙ্কিংয়ে ভারতের ক্রম ২ ধাপ পিছিয়ে হল ১০৩। তালিকার প্রথম ১০টি দেশ হল বেলজিয়াম, ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ড, উরুগুয়ে, পর্তুগাল, ক্রোয়েশিয়া, কলম্বিয়া, স্পেন ও আর্জেন্টিনা। এশিয়ার ৩ শীর্ষস্থানাধিকারী হল ইরান, জাপান ও দক্ষিণ কোরিয়া।
- ফিলিপিন্সে গ্লোবাল টি২০ লিগে টরেন্টো ন্যাশনালসের হয়ে খেলা শুরু করলেন যুবরাজ সিং। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি।