কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ জুলাই ২০১৯

755
0
Current Affairs 27 July 2019

আন্তর্জাতিক

  • ৪টি দেশে বন্যায় অন্তত ৬০০ জনের মৃত্যু হয়েছে।আড়াই কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন ও ৫ লক্ষ মানুষ গৃহহীন হয়েছেন।এই ৪টি দেশ হল ভারত, বাংলাদেশে, নেপাল ও মায়ানমার।রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও শুতেরেসের মুখপাত্র ফারহান হক এ কথা জানিয়েছেন।
  • প্রবাসী ভারতীয় ব্যবসায়ী পরিবার গুপ্তদের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই বলে জানালেন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিন রামফোসা। প্রথমত গুপ্ত পরিবারের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে `রাষ্ট্র দখলের’ অভিযোগ উঠেছে।প্রাক্তন রাষ্ট্রপতি জেকব বুমার বিরুদ্ধেও অভিযোগ উঠেছে।

জাতীয়

  • জম্মু ও কাশ্মীরে আরও ১০ হাজার আধাসেনা পাঠানোর সিদ্ধান্ত জানাল কেন্দ্র সরকার। বর্তমান সেখানে ৪০ হাজার জওয়ান মোতায়ন রয়েছেন। অতিরিক্ত সেনা পাঠানোর কারণ জানানো হয়নি।
  • মহারাষ্ট্রে অবনতি হল বন্যা পরিস্থিতির।থানে জেলার ওয়াসানির কাছে জলে ভেসে যাওয়া রেল লাইনে আটকে ছিল মুম্বই-কোলাপুর মহলক্ষ্মী এক্সপ্রেস। দীর্ঘ ১৭ ঘ্ণ্টা জলে আটকে থাকার পর ১০৫০ জন যাত্রীকে উদ্ধার করা হয় বায়ুসেনা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর উদ্যোগে।
  • জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গ সংঘর্ষে মৃত্যু হল জয়েশ ই মহম্মদের শীর্ষ নেতা মুন্না লাহোরির। সে পাক নাগরিক।

বিবিধ

  • হাতির হামলা থেকে বাঁচার জন্য অভিনব পথ অসমের কার্বি গ্রাম রং হয়ে হাতিগুলি ২০০ বিঘা জমিতে কেবল হাতির জন্য ধান চাষ করবেন তাঁরা। এই চাষ করা হবে মরসুমের শুরুতে। হাতিরা ধান খেয়ে চলে গেলে তাঁরা দ্বিতীবার ধান চাষ করবেন। হস্তি বিশেষজ্ঞদের পরামর্শে এই পথ নেওয়া হল। গত ৩ বছরে ওই গ্রামে ১৫জন গ্রামবাসী ও ১৫টি হাতির প্রাণহানি হয়েছে উভয়ের সংঘাতে।
  • চাহিদা বাড়ানোর লক্ষ্যে বৈদ্যুতিক গাডিড়র ক্ষেত্রে জিএসটি ১২ থেকে কমিয়ে ৫ শতাংশ করার কথা জানাল জিএসটি পরিষদ।

খেলা

  • ভারতের আশিসকুমার থাইল্যান্ডে ওপেন আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় সোনা জিতলেন।এই প্রথম তিনি কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় সোনার পদক পেলেন।
  • বেসরকারি টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভারত `এ’ দল ৬ উইকেটে হারাল ওয়েস্ট ইন্ডিজ `এ’ দলকে। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিলেন ভারতের শাহবাজ নাদিম।