কলকাতা সিটি সিভিল কোর্টে ১৯ স্টেনোগ্রাফার, পিওন, নাইট গার্ড

1271
0
Sahitya Academi recruitment

কলকাতা সিটি সিভিল কোর্টে ১৯ জন ইংলিশ স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, পিওন ও নাইট গার্ড নিয়োগ করা হবে। এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নম্বর: CT.CVT.CRT.1/2019, Dated: 09.07.2019. নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন, তবে সংরক্ষণের সুযোগ পাবেন কেবল এরাজ্যের প্রার্থীরা।

শূন্যপদের বিন্যাস: ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড থ্রি (গ্রুপ বি): ৬ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ২, ওবিসি এ ইসি ১, অসংরক্ষিত ইসি ১)। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট (গ্রুপ সি): ৫ (অসংরক্ষিত ১, ওবিসি বি ১, অসংরক্ষিত ইসি ১, অসংরক্ষিত শারীরিক প্রতিবন্ধী ১, প্রাক্তন সেনাকর্মী ১)। পিওন (গ্রুপ ডি): ৭ (অসংরক্ষিত ৩, ওবিসি এ ১, অসংরক্ষিত ইসি ২, তপশিলি উপজাতি ১)। নাইট গার্ড (গ্রুপ ডি): ১ (তপশিলি জাতি)।

বেতনক্রম: ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড থ্রি পদে পে ব্যান্ড থ্রি অনুযায়ী ৭১০০-৩৭৬০০ টাকা, গ্রেড পে ৩৯০০ টাকা। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে পে ব্যান্ড টু অনুযায়ী ৫৪০০-২৫২০০ টাকা, গ্রেড পে ২৬০০ টাকা। পিওন ও নাইট গার্ড পদে পে ব্যান্ড ওয়ান অনুযায়ী ৪৯০০-১৬২০০ টাকা, গ্রেড পে ১৭০০ টাকা।

বয়সসীমা: স্টেনোগ্রাফার গ্রেড থ্রি পদে বয়স হতে হবে ১৮-৩৯ বছরের মধ্যে বাকি পদগুলির ক্ষেত্রে বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। সবক্ষেত্রেই ১ জানুয়ারি ২০১৯ তারিখের হিসেবে বয়স হতে হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিময় অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: স্টেনোগ্রাফার গ্রেড থ্রি ও লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে মাধ্যমিক পাশ বা সমতুল এবং কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে। স্টেনোগ্রাফার গ্রেড থ্রি পদে প্রতি মিনিটে ৮০ শব্দের গতিতে শর্টহ্যান্ড নিতে হবে ও প্রতি মিনিটে ৩০ শব্দের গতিতে টাইপ করতে হবে।

পিওন ও নাইট গার্ড পদে অষ্টম শ্রেণি পাশ। নাইট গার্ড পদে মহিলারা আবেদন করবেন না।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা ও স্কিল টেস্ট/ পার্সোন্যালিটি টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে, বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে।

আবেদনের ফি: ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড থ্রি পদের জন্য ৫০০ টাকা (তপশিলি জাতি/ উপজাতিদের ৩০০ টাকা)। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে ৪০০ টাকা (তপশিলি জাতি/ উপজাতিদের ২৫০ টাকা)। পিওন/ নাইট গার্ড পদে ৩০০ টাকা (তপশিলি জাতি/ উপজাতিদের ২০০ টাকা)। কেবলমাত্র পশ্চিমবঙ্গের সংরক্ষিত শ্রেণির প্রার্থীরাই ছাড় পাবেন। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতি: https://cjcitycivilcourt.com/#! লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ১৬ আগস্ট বিকাল ৫টা পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।