এনটিপিসিতে ২০৩ ইঞ্জিনিয়ার

1549
0
NTPC Recruitment 2023

ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেডে ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেক্ট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন শাখায় ২০৩ জন ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন।

শূন্যপদের বিন্যাস: ইলেক্ট্রিক্যাল: ৭৫ (অসংরক্ষিত ৩৭, ওবিসি ২১, তপশিলি জাতি ১১, তপশিলি উপজাতি ৬)। মেকানিক্যাল: ৭৬ (অসংরক্ষিত ৩৯, ওবিসি ২১, তপশিলি জাতি ১১, তপশিলি উপজাতি ৫)। ইলেক্ট্রনিক্স: ২৬ (অসংরক্ষিত ১৩, ওবিসি ৭, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ২)। ইনস্ট্রুমেন্টেশন: ২৬ (অসংরক্ষিত ১৩, ওবিসি ৭, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ২)।

বেতনক্রম: ই২ গ্রেডে মূল বেতন ৫০০০০-১৬০০০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে ইলেক্ট্রিক্যাল/ মেকানিক্যাল/ ইলেক্ট্রনিক্স/ ইনস্ট্রুমেন্টেশন শাখায় পূর্ণ সময়ের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সঙ্গে শিক্ষাগত যোগ্যতা অর্জনের পর সংশ্লিষ্ট বিষয়ে এগজিকিউটিভ এবং/ অথবা সুপারভাইজার হিসেবে অন্তত তিন বছরের অভিজ্ঞতা। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা শুধুমাত্র পাশ নম্বর থাকলেই আবেদন করতে পারবেন।

ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সমতুল যোগ্যতা হিসাবে গ্রাহ্য হবে ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল/ পাওয়ার সিস্টেম অ্যান্ড হাই ভোল্টেজ/ পাওয়ার ইলেক্ট্রনিক্স/ পাওয়ার ইঞ্জিনিয়ারিং।

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সমতুল মেকানিক্যাল/ প্রোডাকশন/ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং/ প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং/ থার্মাল/ মেকানিক্যাল অ্যান্ড অটোমেশন/ পাওয়ার ইঞ্জিনিয়ারিং।

ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের সমতুল যোগ্যতা ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড পাওয়ার/ পাওয়ার ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স।

ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের সমতুল ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন/ ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ২৬ আগস্ট ২০১৯ তারিখের মধ্যে।

বয়সসীমা: ২৬ আগস্ট ২০১৯ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর।

আবেদনের ফি: ৩০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সেনাকর্মীদের ফি দিতে হবে না। এনটিপিসির স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অ্যাকাউন্টে (Account No 30987919993, CAG Branch, New Delhi Code: 09996, on behalf of NTPC) আবেদনের ফি দিতে হবে। রেজিস্ট্রেশন পোর্টাল থেকে ‘পে-ইন-স্লিপ’ ডাউনলোড করে প্রিন্ট-আউট নিয়ে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কোনো শাখায় গিয়ে ফি দিতে হবে। ফি জমা হলে একটি ইউনিক জার্নাল নম্বর ও ব্র্যাঞ্চ কোড দেওয়া হবে ব্যাঙ্কের তরফ থেকে, সেটি অনলাইন আবেদনপত্র পূরণ করার সময় উল্লেখ করতে হবে।

আবেদনের পদ্ধতি: www.ntpccareers.net ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২৬ আগস্ট ২০১৯ তারিখ পর্যন্ত।

http://www.ntpccareers.net/main/folders/Archives/advt/Employment%20News%20Ad%20English.pdf লিঙ্কে গিয়ে পুরো বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে।