কারেন্ট অ্যাফেয়ার্স ২০ আগস্ট ২০১৯

471
0

আন্তর্জাতিক

  • ক্যালিফোর্নিয়ার সান নিকোলাস দ্বীপ থেকে পরীক্ষামূলক ভাবে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল মার্কিন যুক্তরাষ্ট্র। ১৯৮৭ সালে রাশিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের আইএনএফ চুক্তির পর উভয় দেশই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা থেকে বিরত ছিল। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সম্প্রতি সেই চুক্তি ভেঙেছে।
  • বিতর্কিত ধর্মগুরু জাকির নায়েকের বক্তৃতায় নিষেধাজ্ঞা জারি করল মালয়েশিয়া সরকার। সে দেশে বিভাজন সৃষ্টির অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। জাকির নায়েককে ভারতে প্রত্যর্পণের দাবি এর আগে খারিজ করেছিল মালয়েশিয়া।

জাতীয়

  • রাজীব গান্ধীর ৭৫তম জন্মশতবর্ষে দেশজুড়ে স্মরণ করা হল এই প্রাক্তন প্রধানমন্ত্রীকে।
  • চাঁদের কক্ষপথে প্রবেশ করল ইসরো প্রেরিত চন্দ্রযান-২। গত ২২ জুলাই শ্রীহরিকোটা থেকে যাত্রা শুরু করেছিল এই যান।
  • মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথের ভাগ্নে রাতুল পুরীকে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পারিবারিক ব্যবসা ‘মোসার বায়ের’-এর এগজিকিউটিভ ডিরেক্টর ছিলেন রাতুল। সেন্ট্রাল ব্যাঙ্ক থেকে ২০১৪ সালে ৩৫৪.৫১ কোটি টাকা ঋণ নিয়ে নয়ছয় করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। কপ্টার দুর্নীতি এবং আয়কর ফাঁকির অভিযোগেরও মামলা চলছে তাঁর বিরুদ্ধে।
  • আইএনএক্স মিডিয়া আর্থিক কেলেঙ্কারি মামলায় দিল্লি হাইকোর্টের বিচারপতি সুনীল গৌর বললেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে এই মামলায় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম যুক্ত।

বিবিধ

  • ধাপে-ধাপে ডেবিড কার্ড তুলে দেওয়ার পরিকল্পনা জানালেন স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার চেয়ারম্যান রজনীশ কুমার। বর্তমানে স্টেট ব্যাঙ্কর দেওয়া ডেবিট ও ক্রেডিট কার্ডের সংখ্যা যথাক্রমে ৯০ কোটি ও ৩ কোটি। এর বদলে ইয়োলো (ইউ ওনলি নিড ওয়ান) অ্যাপের মাধ্যমে টাকা তোলা, জমা ও কেনাকাটা করার ব্যবস্থায় জোর দেওয়া হবে বলে জানালেন তিনি। এজন্য আগামী ১৮ মাসের মধ্যে ১০ লক্ষ ইয়োলো ক্যাশপয়েন্ট তৈরির পরিকল্পনা জানালেন তিনি।

খেলা

  • নিউজিল্যান্ড মহিলাক্রিকেট দলের অধিনায়ক অ্যানি স্যাটার্থওয়েট মাতৃত্বকালীন ছুটি পেলেন। এই সময়ের মধ্যে তিনি যাবতীয় প্রাপ্য অর্থও পাবেন। ক্রিকেটে এই প্রথম কেউ মাতৃত্বকালীন ছুটি পেলেন।
  • অলিম্পিক টেস্ট ইভেন্টে ভারতের পুরুষ হকি দল ৬-৩ গোলে হারাল আয়োজক দেশ জাপানকে। হ্যাট্রিক করলেন মনদীপ সিং। ফাইনালে পৌঁছল  ভারত।
  • ভারতের মহিলা হকি দলের ম্যাচ ড্র হল চিনের বিরুদ্ধে। ফাইনালে ভারতের পুরুষ ও মহিলা হকি দলের প্রতিপক্ষ যথাক্রমে নিউ জিল্যান্ড ও জাপান।
  • বাসেল বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের এইচ এস প্রণয় ২১-১১, ১৩-২১, ২১-৭ সেটে হারালেন ব্যাডমিন্টনের এবারের বিশ্বচ্যাম্পিয়ন তথা দুবারের অলিম্পিক সোনাজয়ী লিন ডানকে। প্রি-কোয়ার্টার ফাইনালে উঠলেন প্রণয়। ৫ বারের সাক্ষাতে এই নিয়ে তৃতীয়বার তিনি ডানকে হারালেন।
  • বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ৭৪ কেজি বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করবেন সুনীল কুমার। জিতেশ্বর কুমারকে এদিন হারালেন তিনি।