কারেন্ট অ্যাফেয়ার্স ৪ সেপ্টেম্বর ২০১৯

486
0
Current Affairs 4 sep 2019

আন্তর্জাতিক

  • রাজনৈতিক অস্থিরতার মুখে পড়ল ব্রিটেন। যে কোনো মূল্যে ৩১ অক্টোবর ইইউ থেকে ব্রিটেনকে বিচ্ছিন্ন (ব্রেক্সিট) করতে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী বরিস জনসন। কিন্তু ব্রেক্সিট প্রসঙ্গে পর পর তিনটি প্রস্তাবে ব্রিটিশ সংসদের নিম্নকক্ষ হাউদ অব কমন্সে হেরে গেলেন তিনি। ব্রেক্সিট পিছিয়ে ২০২০ সালের ৩১ জানুয়ারি করা, চুক্তিহীন ভাবে ব্রেক্সিট না করা প্রভৃতি বিষয়ে ভোটাভুটিতে তাঁর দল কনজারভেটিভ পার্টি হেরে গেল।দলের ২১ জন সাংসদ দলীয় নীতির বিপক্ষে গিয়ে বিরোধীদের সঙ্গে ভোট দিলেন।তাঁদের মধ্যে উইলস্টন চার্চিলের নাতি নিকোলাস সোমস, প্রাক্তন অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ড প্রমুখ রয়েছেন।
  • পাকিস্তান পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় পাশ করে পুলিশের এএসআই হলেন পুষ্পা কোহলি। পাকিস্তানে এই প্রথম কোনো হিন্দু তরুণী পুলিশ অফিসার পদে নিযুক্ত হলেন।
  • চিনের সঙ্গে বিতর্কিত প্রত্যর্পণ বিল প্রত্যাহার করার সিদ্ধান্ত জানালেন হংকংয়ের প্রশাসনিক প্রধান ক্যারি লাম।এই বিলের বিরুদ্ধেই আন্দোলন শুরু হয়েছিল হংকংয়ে।

জাতীয়

  • রশিয়া সফরে গিয়ে বলশই কামেন শহরে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।দুদেশ প্রতিরক্ষা সরঞ্জান নির্মাণে যৌথ উদ্যোগে যাওয়ার জন্য চুক্তিবদ্ধ হল। রুশ সামরিক সরঞ্জামের উপাদান ও খুচরো যন্ত্রাংশ তৈরি করবে ভারত।সব মিলিয়ে ১৫টি চুক্তি সই হল দুদেশের মধ্যে।
  • মাসুজ আজাহার, দাউদ ইব্রাহিম, জাকিউর রহমান লকভি, হাফিজ মহম্মদ সইদকে `ইন্ডিভিজুয়াল টেররিস্ট’ হিসাবে ঘোষণা করল কেন্দ্রীয় সরকার.
  • পাঞ্জাবের গুরুদাসপুরে একটি বাজি কারখানায় বিস্ফোরণে ২৩ জনের মৃত্যু হল।

বিবিধ

  • জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের চক্ষু চিকিত্‌সক কোহজি নিশিদা স্টেম সেল কর্নিয়া প্রতিস্থাপনে সফল হলেন। বিশ্বে এই প্রথম স্টেম সেল কর্নিয়া প্রতিস্থাপনের ঘটনা ঘটল।
  • `হিন্দ রতন অ্যাওয়ার্ড ২০২০’ পাচ্ছেন লিডস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শুভজিত বসু।এনআরআই ওয়েলফেয়ার সোসাইটি এই পুরস্কার দেয় প্রবাসী ভারতীয়দের।

খেলা

  • ইউ এস ওপেনের কোয়ার্টার ফাইনালে রজার ফেডেরারকে হারিয়ে দিলেন গ্রিভার দিমিত্রিভ।তাঁকে বলা হয় বেবি ফেডেরার।এই প্রথম বিশ্ব এটিপি রাঙ্কিংয়ে এত পিছনে (৭৮) থাকা কোনো খেলোয়াড় ইউ এস ওপেনের সেমিফাইনালে উঠলেন। প্রসঙ্গত ফেডেরার ২০০৮ সালে ইউ এস ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন।
  • ওল্ড ট্রাফোর্ডে অ্যাসেজ সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম দিনে ৩ উইকেটে ১৭০ রান করল অস্ট্রেলিয়া।
  • ইউএস ওপেনে মেয়েদের কোয়ার্টার ফাইনালে ওয়াং কু ইয়াংকে হারিয়ে দিলেন।সেরিনা উইলিয়ামস। ইউ এস ওপেনে এটি তাঁর শততম জয়। এদিন ৪৪ মিনিটে ম্যাচ জিতলেন তিনি।