কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল টিয়ার- ১ পরীক্ষার সিলেবাস

559
0
PSC, PSC Audit & Account Service Exam

প্রথমে হবে কম্পিউটারভিত্তিক অবজেক্টিভ ধরনের ২০০ নম্বরের টিয়ার-ওয়ানের পরীক্ষা, সময় ৬০ মিনিট (লিখতে হাতের প্রতিবন্ধকতা সম্পন্ন দৃষ্টি ও অস্থি প্রতিবন্ধীরা ২০ মিনিট বেশি পাবেন)। তাতে থাকবে ৪টি পেপার: (১) জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, (২) জেনারেল অ্যাওয়্যারনেস, (৩) কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড, (৪) ইংলিশ কম্প্রিহেনশন। প্রতি পেপারে ২৫ প্রশ্ন, ৫০ নম্বর। প্রতিটি ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং থাকবে ০.৫০ নম্বর করে। প্রশ্নের মান হবে ১, ২ ও ৪-এর জন্য গ্র্যাজুয়েশন স্তরের, পেপার-৩-এ মাধ্যমিক স্তরের।

এই পরীক্ষায় সফল হলে টিয়ার-টু পরীক্ষায় বসতে পারবেন, সেটিও কম্পিউটারভিত্তিক অবজেক্টিভ ধরনের ৪ পেপারের পরীক্ষা (পেপার ১ ও ২ সবার জন্য, সেইসঙ্গে পেপার ৩-ও দিতে হবে কেবল জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পদপ্রার্থীদের, এবং পেপার ৪ দিতে হবে কেবল অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার ও অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার পদের প্রার্থীদের জন্য)। তবে প্রতিটি ২০০ নম্বর। প্রতি পেপারে ১০০ করে প্রশ্ন, কেবল দ্বিতীয় পেপারে ২০০ প্রশ্ন। পেপারগুলি হল: (১) কোয়ান্টিটেটিভ এবিলিটিজ, (২) ইংলিশ ল্যাঙ্গোয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, (৩) স্ট্যাটিস্টিক্স, (৪) জেনারেল স্টাডিজ (ফিনান্স অ্যান্ড ইকোনমিক্স)। সময় ২ ঘন্টা, ওপরের মতো প্রতিবন্ধীদের জন্য ৪০ মিনিট বেশি)। নেগেটিভ মার্কিং থাকবে ওপরের মতোই, তবে দ্বিতীয় পেপারে ভুল উত্তর পিছু ০.২৫ নম্বর করে কাটা যাবে। প্রশ্ন হবে পেপার-১ মাধ্যমিক মানের, পেপার-২ উচ্চমাধ্যমিক মানের, পেপার-৩ ও ৪ গ্র্যাজুয়েশন মানের।

টিয়ার-টুতেও সফল হলে টিয়ার-থ্রির ডেস্ক্রিপ্টিভ ধরনের পরীক্ষা। তাতে থাকবে ১০০ নম্বরের ইংরেজি/হিন্দি বিষয়ের পেপার। এসে, প্রেসি, লেটার, অ্যাপ্লিকেশন ইত্যাদি লিখতে হবে। সময় টিয়ার-ওয়ানের মতো (৬০ মিনিট)।

নির্দিষ্ট কয়েকটি পদের জন্য টিয়ার-৪ পর্যায়ের পরীক্ষা হবে আগের ধাপের পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হলে। তাতে থাকবে কিছু পদের জন্য কম্পিউটার দক্ষতার পরীক্ষা (সিপিটি) ও ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ডেটা এন্ট্রি স্কিল টেস্ট, খবরে বলা আছে। এই টিয়ার-৪-এর পরীক্ষাতেও সফল হতেই হবে, যদিও তার নম্বর মেধাতালিকার জন্য যোগ হবে না।

টিয়ার-ওয়ানের সিলেবাস:

জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং

সলভিং অ্যানালিসিস, জাজমেন্ট, ডিসিশন মেকিং, ভিশুয়াল মেমরি, ডিসক্রিমিনেশন, অবজারভেশন, রিলেশনশিপ কন্সেপ্টস, অ্যারিথমেটিক্যাল রিনিং অ্যান্ড ফিগারাল ক্লাসিফিকেশন, অ্যারিথমেটিক নম্বর সিরিজ, ননভার্বাল সিরিজ, কোডিং অ্যান্ড ডিকোডিং, স্টেটমেন্ট কনক্লুশন, সিলজিস্টি রিজনিং, সেমান্টিক অ্যানালজি, সিম্বলিক / নম্বর অ্যানালজি, ফিগারাল অ্যানালজি, সেমান্টিক ক্লাসিফিকেশন, সিম্বলিক / নম্বর ক্লাসিফিকেশন, ফিগারাল ক্লাসিফিকেশন, সেমান্টিক সিরিজ, নম্বর সিরিজ, ফিগারাল সিরিজ, প্রব্লেম সলভিং, ওয়ার্ড বিল্ডিং, কোডিং অ্যান্ড ডিকোডিং, নিউমেরিকাল অপারেশন্স, সিম্বলিক অপারেশন্স, ট্রেন্ডস, স্পেস ওরিয়েন্টেশন, স্পেস ভিশুয়ালাইজেশন, ভেন ডায়াগ্রামস, ড্রয়িং ইনফারেন্সেস, পাঞ্চড হোল/প্যাটার্নফোল্ডিং অ্যান্ড আনফোল্ডিং, ফিগারাল প্যাটার্নফোল্ডিং অ্যান্ড কপ্লিশন, ইনডেক্সিং, অ্যাড্রেস ম্যাচিং, ডেট অ্যান্ড সিটি ম্যাচিং, ক্লাসিফিকেশন অব সেন্টার কোড / রোল নম্বরস, স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটারস / নম্বর কোডিং, ডিকোডিং অ্যান্ড ক্লাসিফিকেশন, এমবেডেড ফিগারস, ক্রিটিকাল থিঙ্কিং, ইমোশনাল ইন্টেলিজেন্স, সোশ্যাল ইন্টেলিজেন্স ও এইসবের অধীনে অন্যান্য সাবটপিক।

জেনারেল অ্যাওয়্যার্নেস

সাম্প্রতিক ঘটনা, পারিপার্শ্বিক খবরাখবর, ভারত এবং পার্শ্ববর্তী দেশের ইতিহাস, সংস্কৃতি, জিওগ্রাফি, ইকোনোমিক সেন্স, জেনারেল পলিসি ও সায়েন্টিফিক রিসার্চ।

কোয়ান্টিটিভ অ্যাপ্টিটিউড

হোল নম্বরস, ডেসিম্যালস, ফ্র্যাকশন্স অ্যান্ড রেলশনশিপস বিটউইন নম্বরস, পার্সেন্টেজে, রেশিও অ্যান্ড প্রপোরশন, স্কোয়্যার রুটস্, অ্যাভারেজেস, ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট, পার্টনারশিপ বিজনেস, মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন, টাইম অ্যান্ড ডিসট্যান্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, বেসিক অ্যালজেব্রা আইডেন্টিটিজ অব স্কুল অ্যালজেব্রা অ্যান্ড এলিমেন্টারি সার্ডস, গ্রাফস অব লিনিয়ার ইকুয়েশন্স, ট্রায়্যাঙ্গল অ্যান্ড ইটস কংগ্র্যুয়েন্স অ্যান্ড সিমিলারিটি অব ট্রায়াঙ্গলস, সার্কেল অ্যান্ড কর্ডস, ট্যানজেন্টস, অ্যাঙ্গলস সাবটেনডেড বাই কর্ডস অব এ সার্কেল, কমন ট্যানজেন্টস টু অর মোর সার্কলস, ট্রায়াঙ্গল, কোয়াড্রিলাটেরালস, রেগুলার পলিগনস, সার্কেল, রাইট প্রিজম, রাইট সার্কুলার কোন, রাইট সার্কুলার সিলিন্ডার, স্ফিয়ার, হেমিস্ফিয়ার, রেকট্যাঙ্গুলার প্যারালেলেপাইপড, রেগুলার রাইট পিরামিড উইথ ট্রায়াঙ্গুলার অর স্কোয়্যারবেস, ট্রিগোনোমেট্রিক রেসিও, ডিগ্রি অ্যান্ড রেডিয়ান মেজার্স, স্ট্যান্ডার্ড আইডেন্টিটিজ, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গল, হাইটস অ্যান্ড ডিস্টেন্সেস, হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন, বার ডায়াগ্রাম, পাই চার্ট।

ইংলিশ কম্প্রিহেনশন

বেসিক কমপ্রিহেনশন অ্যান্ড রাইটিং এবিলিটি।

টিয়ার পরীক্ষার সিলেবাস

পেপার১ কোয়ান্টিটিভ এবিলিটিজ

নম্বর, ডেসিমেল, ফ্র্যাকশন অ্যান্ড রিলেশনশিপ অব নম্বরস, পার্সেন্টেজ, রেশিও অ্যান্ড প্রপোরশান, স্কোয়্যার রুটস, অ্যাভারেজ, ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট, পার্টনারশিপ বিজনেস, মিক্সচার অ্যান্ড অ্যালিগেশান, টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, বেসিক অ্যালজেব্রাইক আইডেন্টিটিজ অব স্কুল অ্যালজেব্রা, গ্রাফ অব লিনিয়ার ইকুয়েশন, ট্রায়াঙ্গল অ্যান্ড ইটস ভেরিয়াস কাইন্ডস অব সেন্টার, ট্রায়্যাঙ্গল অ্যান্ড ইটস কংগ্র্যুয়েন্স অ্যান্ড সিমিলারিটি অব ট্রায়াঙ্গালস, অ্যাঙ্গল, ট্যানজেন্টস, অ্যাঙ্গলস সাবটেনডেড বাই কর্ডস অব এ সার্কেল, কমন ট্যানজেন্টস অব টু অর মোর সার্কেল, ট্রায়াঙ্গল, কোয়াড্রিলিটেরালস, রেগুলার পলিগন, সার্কল, প্রিজম, রাইট সার্কুলার কোন, রাইট সার্কুলার সিলিন্ডার, স্ফিয়ার, হেমিস্ফিয়ার, রেক্ট্যাঙ্গুলার প্যারালেলেপাইপড, রেগুলার রাইট পিরামিড উইথ ট্রায়াঙ্গুলার অর স্কোয়্যার বেস, ট্রিগোনোমেট্রিক রেশিও, ডিগ্রি অ্যান্ড রেডিয়ান মেজার, স্ট্যান্ডার্ড আইডেন্টিটিজ, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস, হাইট অ্যান্ড ডিস্টেন্স, হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন, বার ডায়াগ্রাম অ্যান্ড পাই চার্ট।

পেপার২ ইংলিশ ল্যাঙ্গোয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন

স্পট দ্য এরর, ফিল ইন দ্য ব্লাঙ্কস, সিনোনিমস, অ্যান্টোনিমস, স্পেলিং/ডিটেক্টিং মিসস্পেলড ওয়ার্ডস, ইডিয়মস, ফ্রেজেস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশান, ইমপ্রুভমেন্ট অব সেন্টেন্স, অ্যাক্টিভ/প্যাসিভ ভয়েস, ডিরেক্ট/ইন্ডিরেক্ট ন্যারেশন, সাফলিং অব সেন্টেন্স পার্টস, সাফলিং অব সেন্টেন্স ইন প্যাসেজ, ক্লোজ প্যাসেজ অ্যান্ড কম্প্রিহেনশন প্যাসেজ।

পেপার৩ স্ট্যাটিস্টিক্স

কালেকশান, ক্লাসিফিকেশন অ্যান্ড প্রেজেন্টেশন অব স্ট্যাটিস্টিকাল ডেটা, মেজারস অব সেন্ট্রাল টেন্ডেন্সি, মেজারস অব ডিসপার্সন মোমেন্টস, স্কিউনেস, কুর্টোসিস, কোরিলেশন অ্যান্ড রিগ্রেশন, প্রোব্যাবিলিটি থিওরি, র‍্যানডম ভেরিয়েবল অ্যান্ড প্রোবাবিলিটি ডিস্ট্রিবিউশন, স্যাম্পেলিং থিওরি, স্ট্যাটিস্টিকাল ইনফারেন্স, অ্যানালিসিস অব ভেরিএন্স, টাইম সিরিজ অ্যানালিসিস, ইনডেক্স নম্বর।

 

পেপার৪ জেনারেল স্টাডিজফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং

পার্ট এ : ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস

পার্ট বি: ইকোনমিক্স অ্যান্ড গভর্নেন্স