কারেন্ট অ্যাফেয়ার্স ২৮ নভেম্বর ২০১৯

442
0

আন্তর্জাতিক

  • ইরানবিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ল ইরাকে। ইরাকের সংসদে ক্ষমতাসীন দলগুলি ইরানের অঙ্গুলিহেলনে চলে, এই অভিযোগে অশান্তি ছড়াতে শুরু করে। দক্ষিণ ইরাকের নাজাফ শহরে ইরানের কনসুলেটে আগুন লাগিয়ে দেন সরকারবিরোধী আন্দোলনকারীরা।সেখানে সেনার সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ২৭ জনের মৃত্যু হল। গত দু মাসে সরকারবিরোধী ৩৫০ জন আন্দোলনকারীর মৃত্যু হয়েছে ইরাকে।
  •  হংকংয়ে চিনবিরোধী আন্দোলনকারীদের লড়াইকে সমর্থন জানিয়ে বিল পাশ হল মার্কিন সংসদে।
  • পাক সেনাপ্রধান কমর জাভেদ বাজওয়াকে শর্তসাপেক্ষে আরও ৬ মাস কাজ চালানোর অনুমতি দিল পাক সুপ্রিম কোর্ট। তাঁর ৩ বছর মেয়াদ বৃদ্ধির সরকারি প্রস্তাব নাকচ করেছে শীর্ষ আদালত।

 

জাতীয়

  • মহারাষ্ট্রে ‘মহা বিকাশ আগাড়ি’ জোটের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন উদ্ধব ঠাকরে। তিনি হলেন মহারাষ্ট্রের ১৮তম মুখ্যমন্ত্রী। এদিন মুম্বইয়ের শিবাজি পার্কে শপথ নিলেন তিনি। এই প্রথম বালসাহেব ঠাকরে পরিবারের কোনো সদস্য তথা শিবসেনার তৃতীয় কোনো নেতা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হলেন। এর আগো শিবসেনার মনোহর যোশী ও নারায়ণ রানে ওই পদে বসেছিলেন।
  •  রাষ্ট্রপতি হওয়ার পর প্রথম বিদেশ সফরে ভারতে এলেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোবাতায়া রাজাপক্ষে।
  • পশ্চিমবঙ্গে কালিয়াচক, করিমপুর, করিমগঞ্জ এই তিনটি বিধানসভা আসনের উপনির্বাচনে জয়ী হলেন তৃণমূল কংগ্রেস দলের প্রার্থীরা।

 

বিবিধ

  • বাজেট-অতিরিক্ত ২১ হাজার কোটি টাকা খরচ করতে চায় কেন্দ্রীয় সরকার। জম্মু, কাশ্মীর, লাদাখকে অনুদান দিতে ৮৮২০ কোটি এবং আইডিবিআই ব্যাঙ্ককে ৪৫৫৭ কোটি টাকা পুঁজি জোগাতে ব্যয় হবে। এজন্য সংসদের অনুমতি চাইল কেন্দ্রীয় সরকার।
  • ফোর্বসের তালিকায় বিশ্বের নবম ধনী ব্যক্তির শিরোপা পেলেন মুকেশ আম্বানি।

 

খেলা

  • বার্সেলোনার হয়ে ৭০০তম ম্যাচ খেললেন লিওনেল মেসি। চ্যাম্পিয়ন্স লিগের ওই ম্যাচে বার্সা ৩-১ গোলে হারাল বরুসিয়া ডর্টমুন্ডকে। এদিনও গোল করলেন মেসি। চ্যাম্পিয়ন্স লিগে ৩৪টি দলের বিরুদ্ধে গোল করে নতুন রেকর্ড করলেন তিনি। ভাঙলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এবং রাউলের রেকর্ড।
  • ব্যাঙ্ককে এশিয়ান চ্যাম্পিয়নশিপে দীপিকা কুমারী মেয়েদের রিকার্ভ ইভেন্টে সোনা জিতলেন। তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে সোনা জিতে তিনি টোকিও অলিম্পিক্সের ছাড়পত্র সুনিশ্চিত করলেন। রুপো পেলেন তাঁর প্রতিদ্ব্ন্দ্বী অঙ্কিতা ভগত। ভারতের প্রতিযোগীরা সব মিলিয়ে ১টি সোনা, ২টি রুপো ও ৪টি ব্রোঞ্জ পদক জিতেছেন।