কারেন্ট অ্যাফেয়ার্স ১ ডিসেম্বর ২০১৯

568
0

আন্তর্জাতিক

  • ব্রিটেনের বরিস জনসন প্রথম জীবনে ছিলেন সাংবাদিক।১৯৯৫ সালে লেখা তাঁর একটি প্রবন্ধ নতুন করে প্রকাশ করল একটি ব্রিটিশ ট্যাবলয়েড।ওই প্রবন্ধে শ্রমিকদের উদ্দেশে তিনি লিখেছিলেন `শ্রমিকরা মদ্যপ, অপরাধী, উদ্দেশ্যহীন।’ এবং মায়েদের `মূর্খ ও অজ্ঞ’ বলেছিলেন।সেই বরিসই এখন কনজারভেটিভ দলের শীর্ষনেতা।এই ঘটনায় তীব্র বিতর্ক তৈরি হল ব্রিটেনে।
  • হংকং নিয়ে চিন-মার্কিন দ্বৈরথ ফের সামনে এল।এদিন মার্কিন পতাকা নিয়ে মিছিল করলেন হংকংয়ের বিক্ষোভকারীরা।তাঁরা মার্কিন প্রশাসনের হস্তক্ষেপও দাবি করলেন। প্রসঙ্গত, মার্কিন সংসদেও `হংকং মানবাধিকার ও গণতন্ত্র আইন ২০১৯’ পাশ হয়েছে।

 

জাতীয়

  • দেশের নতুন কম্পট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টস (সিজিএ)পদে বসলেন সোমা রায় বর্মন।তিনি হলেন দেশের ২৪ তম সিজিএ এবং সপ্তম মহিলা। তিনি ১৯৮৬ ব্যাচের ইন্ডিয়ান সিভিল অ্যাকাউন্টস সার্ভিস অফিসার।
  • মুম্বইয়ের আরে কলোনিতে মেট্রোর কারসেড তৈরির কাজ স্থগিত থাকবে এবং প্রতিবাদীদের বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহার করা হবে বলে জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
  • বারাণসী, ভুবনেশ্বর, অমৃতসর, ইন্দোর, রায়পুর ও ত্রিচি বিমানবন্দর বেসরকারিকরণের জন্য কেন্দ্রীয় সরকারকে
    সুপারিশ করল এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া।

 

বিবিধ

  • সদ্য সমাপ্ত নভেম্বর মাসে দেশে জিএসটি আদায় হয়েছে ১.০৩,৪৯২ কোটি টাকা।এই নিয়ে অষ্টমবার কোনো মাসের জিএসটি আদায় ১ লক্ষ কোটি টাকা ছাড়াল।এই আদায় গত বছরের নভেম্বর মাসের তুলনায় ৬ শতাংশ বেশি।

 

খেলা

  • জাতীয় টি টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হয়ে মুস্তাক আলি ট্রফি জিতল কর্নাটক। এদিন ফাইনালে তারা ১ রানে হারাল তামিলনাড়ুকে।
  • অ্যাডিলেড টেস্টে পাকিস্তান প্রথম ইনিংসে ৩০২ রান করল। ফলো অনে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৩৯ রান। পাকিস্তানের প্রথম ইনিংসে শতরান (১১৩) করলেন পাক লেগ স্পিনার ইয়াসির শা।
  • জাতীয় সাব জুনিয়ার ফুটবলের সেমিফাইনালে মেঘালয়ের কাছে ৩-১ গোলে হেরে গেল বাংলা।
  • আই লিগে চার্চিল ব্রাদার্স ৩-০ গোলে পাঞ্জাব এফসিকে হারাল। চেন্নাই সিটি ১-০ গোলে হারাল ট্রাউকে।
  • অনূর্ধ্ব ২৩ বছর জাতীয় একদিনের ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বাংলা। এদিন ফাইনালে তারা ৬৪ রানে হারাল গুজরাটকে।