সিএসআইআরে ৯৫ প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট

1180
0

সিএসআইআর-ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট নাগপুরে দুটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে ৯৫ জন প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করবে। নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন।

১) নোটিফিকেশন নম্বর: 04/WTMD/2019/Dated-09/12/2019. প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে ৩৭ জন নিয়োগ করা হবে।

শূন্যপদ, বয়স, বেতন, যোগ্যতা: ক্রমিক সংখ্যা এ: প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট লেভেল টু: শূন্যপদ ১৫। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। বেতন প্রতি মাসে ২৫০০০ টাকা। ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে কেমিস্ট্রি/ এনভায়রনমেন্টাল সায়েন্সে এমএসসি।

ক্রমিক সংখ্যা বি: প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট লেভেল টু: শূন্যপদ ২। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। বেতন প্রতি মাসে ২৫০০০ টাকা। ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে মাইক্রোবায়োলজি/ বায়োটেকনোলজিতে এমএসসি।

ক্রমিক সংখ্যা সি: প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট লেভেল ওয়ান: শূন্যপদ ২০। বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর। বেতন প্রতি মাসে ১৫০০০ টাকা। ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে ফিজিক্স/ কেমিস্ট্রি/ বায়োলজি/ মাইক্রোবায়োলজি/ বায়োকেমিস্ট্রিতে বিএসসি। কম্পিউটার অপারেশনের জ্ঞান বাঞ্ছনীয়।

সবক্ষেত্রেই সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

২) নোটিফিকেশন নম্বর: 05/WTMD/2019/Dated-09/12/2019. প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে ৫৮ জন নিয়োগ করা হবে।

শূন্যপদ, বয়স, বেতন, যোগ্যতা: ক্রমিক সংখ্যা এ: প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট লেভেল টু: শূন্যপদ ২৫। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। বেতন প্রতি মাসে ২৫০০০ টাকা। ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে কেমিস্ট্রি/ এনভায়রনমেন্টাল সায়েন্সে এমএসসি।

ক্রমিক সংখ্যা বি: প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট লেভেল টু: শূন্যপদ ৩। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। বেতন প্রতি মাসে ২৫০০০ টাকা। ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে মাইক্রোবায়োলজি/ বায়োটেকনোলজিতে এমএসসি।

ক্রমিক সংখ্যা সি: প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট লেভেল ওয়ান: বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর। বেতন প্রতি মাসে ১৫০০০ টাকা। ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে ফিজিক্স/ কেমিস্ট্রি/ বায়োলজি/ মাইক্রোবায়োলজি/ বায়ো কেমিস্ট্রিতে বিএসসি।

প্রার্থী বাছাই পদ্ধতি: পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। ইন্টারভিউয়ের দিন সচিত্র পরিচয়পত্র সহ যাবতীয় প্রমাণপত্রাদির মূল ও প্রত্যয়িত জেরক্স সঙ্গে নিয়ে যেতে হবে। ইন্টারভিউয়ের তারিখ ও স্থান সম্পর্কে বিস্তারিত জানা যাবে নিচের ওয়েবসাইট থেকে।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। www.neeri.res.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে। যাবতীয় প্রাসঙ্গিক নথিপত্র সহ পূরণ করা আবেদনপত্র পাঠাতে হবে Scientist & Head, WT & M Division, CSIR-NEERI, Nagpur, 440 020 ঠিকানায়।

নোটিফিকেসন নম্বর: 04/WTMD/2019/Dated-09/12/2019-এর ক্ষেত্রে পূরণ করা আবেদনপত্র পৌঁছতে হবে আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে।

নোটিফিকেশন নম্বর: 05/WTMD/2019/Dated-09/12/2019-এর ক্ষেত্রে পূরণ করা আবেদনপত্র পৌঁছতে হবে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে।

বিজ্ঞপ্তি দুটি দেখতে পারবেন নিচের লিঙ্কে

http://www.neeri.res.in/file_homes/45480758_WT&MD_advertisement_No.04.pdf

http://www.neeri.res.in/file_homes/94021917_WT&MD_advertisement_No.05.pdf