আন্তর্জাতিক
- কাজাখস্তানে বিমান দুর্ঘনায় মৃত্যু হল ১৫ জন যাত্রীর। ৯৩ জন যাত্রী ও ৫ জন বিমানকর্মী সহ বেক এয়ার সংস্থার ‘দ্য ফকার ১০০’ বিমানটি ওড়ার পরই রানওয়ের কাছে একটি বাড়ির ওপর ভেঙে পড়ে। বিমানটি ২৩ বছরের পুরনো। সেটি নুর সুলতান অভিমুখে যাত্রা শুরু করেছিল। গুরুতর জখম হয়েছেন ১২ জন যাত্রী।
- পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান পারভেজ মুশারফ তাঁকে দেওয়া মৃত্যুদণ্ডের সাজা পুনর্বিবেচনার আবেদন জানালেন লাহোর হাইকোর্টে। দুর্নীতির অভিযোগে ইসলামাবাদের বিশেষ আদালত তাঁকে এই সাজা দিয়েছে।
জাতীয়
- ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ‘আর্লি হারভেস্ট’ প্রস্তাব দিলেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। এই প্রস্তাবে ভারত-চিন দীর্ঘ সীমান্তের সিকিমের গুরুত্বপূর্ণ অংশের মানচিত্র অগ্রাধিকারের ভিত্তিতে চূড়ান্ত করার কথা রয়েছে।
- নরওয়ে থেকে ভারতে পর্যটনের উদ্দেশ্যে আসা ইয়ানে মোতে ইয়োয়ানসান (৭১)-কে ফেরৎ পাঠাল ভারতের অভিবাসন দপ্তর। ওই পর্যটক কোচিতে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছিলেন। একই কারণে আইআইটি মাদ্রাজে পড়তে আসা জার্মান ছাত্র জেকব লিন্ডেথালকেও ফেরৎ পাঠনো হয়েছে।
- লাদাখের কার্গিলে ১৪৫ দিন পর চালু হল ইন্টারনেট পরিষেবা।
- ভারতীয় বায়ুসেনা থেকে বিদায় নিল মিগ ২৭ গোত্রের বিমান ‘বাহাদুর’। এদিন শেষবার উড়ল সেটি।
বিবিধ
- সিবিএসই বোর্ডের অধীন সমস্ত স্কুলকে ‘ক্রোধমুক্ত অঞ্চল’-এ পরিণত করা হবে বলে জানাল ওই শিক্ষা পর্ষদ। সেখানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের রাগ নিয়ন্ত্রণ করতে হবে। পড়ুয়াদেরও রাগমুক্তির শিক্ষা দেওয়া হবে।
- বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় তাদের আয়ুর্বেদ বিভাগে চিকিৎসাবিদ্যার এমবিবিএস এবং বিএমএএস শিক্ষার্থীদের জন্য ভূতবিদ্যার সার্টিফিকেট পাঠক্রম চালু করল। আয়ুর্বেদ বিভাগের ডিন যামিনীভূষণ ত্রিপাঠীর দাবি, এটি অষ্টাঙ্গ আয়ুর্বেদের একটি শাখা যা মানসিক রোগ চিকিৎসায় কাজ দেবে।
খেলা
- নাপোলিতে ব্যক্তিগত উদ্যোগে খোলা হল দিয়েগো আর্মান্দো মারাদোনার জীবন নিয়ে তৈরি একটি সংগ্রহশালা। দিয়েগো নাপোলিতে থাকার সময় যে পরিবারের ঘনিষ্ঠ ছিলেন সেই পরিবারেরই একজন ম্যাসিমো ভিগন্যাটি এই সংগ্রহশালাটি খুলেছেন।
- অনূর্ধ্ব ১৯ প্রথম যুব একদিনের ম্যাচে ভারত ৯ উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকাকে।
- সি কে নাইডু ট্রফি পাচ্ছেন বিশ্বকাপজয়ী দলের সদস্য কৃষ্ণমাচারী শ্রীকান্ত ও ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক অঞ্জুম চোপড়া। এদিন এই খবর জানানো হল।
- রঞ্জি ট্রফির ম্যাচে রেলওয়েজ ১০ উইকেটে হারাল মুম্বইকে। রেলওয়েজের অধিনায়ক করণ শর্মা অপরাজিত ১১২ রান করেছেন।