কারেন্ট অ্য়াফেয়ার্স ১৩ জুন ২০২৫
ইজরায়েলের ইরানে আঘাত শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের নানা প্রান্তেই তেলের দাম রাতারাতি বেড়ে গিয়েছে। বেঞ্চমার্ক ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ১০% এরও বেশি বেড়ে জানুয়ারির পর থেকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। প্রাথমিক বৃদ্ধির পরে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়ে ৭% এরও বেশি বেশি, ব্যারেল প্রতি ৭৪.২৩ ডলারে লেনদেন হয়েছে। এর প্রভাব পড়েছে শেয়ার বাজারেও। শুক্রবার এশিয়া ও ইউরোপ জুড়ে […]
কারেন্ট অ্যাফেয়ার্স ১১ জুন ২০২৫
লস আঞ্জেলেস এখনো থমথমে। মেয়র ক্যারেন বাস রাত্রিবেলা কারফিউ জারি করার নির্দেশ দিলেও মঙ্গলবারও অভিবাসীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের বিক্ষিপ্ত সংঘর্ষের কথা শোনা গেছে। অভিবাসন সংক্রান্ত সঠিক কাগজপত্র না থাকায় ধরপাকড় শুরু করেছিল ফেডারেল ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। এই রেইডকে ট্রাম্পের কঠোর অভিবাসননীতির অংশ বলেই মনে করা হচ্ছে। শুক্রবার থেকে তারই প্রতিবাদে লস আঞ্জেলেসের রাস্তা […]
কারেন্ট অ্যাফেয়ার্স ১০ জুন ২০২৫
গত রবিবার কুণাল জৈন নামের এক অনাবাসী ভারতীয়ের ছড়িয়ে দেওয়া ভিডিয়ো পোস্ট থেকে জানা গিয়েছে আমেরিকায়র রাজপথে এক অনাবাসী ভারতীয়কে হাতে শিকল পরিয়ে নিউ জার্সির নেওয়ার্ক থেকে ফেরত পাঠানো হচ্ছে। সমাজমাধ্যমে এই ঘটনায় নেট দুনিয়ায় হইচই পড়ে গিয়েছে। ভারতীয় যুবকের এমন ঘটনায় মর্কিন প্রসাসনের সমালোচনা করেছে মার্কিন দেশে বসবাসকারী ভারতীয়রা। অনাবাসসী ভারতীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। […]
কারেন্ট অ্যাফেয়ার্স ৮ জুন ২০২৫
যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ নতুন করে এসএসসি অফিস অভিযানের ডাক দিয়েছে। সল্টলেক থেকে স্কুলসার্ভিস কমিশন পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে। এসএসসি-র জারি করা ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তি প্রত্যাহার করা, রিভিউ পিটিশন সহ নানা বিষয় নিয়ে তাঁরা অভিযান করতে চলেছেন। মঙ্গলবার ওই মিছিলে হাঁটবেন বহু শিক্ষকশিক্ষিকা। চাকরিহারারা নতুন বিজ্ঞপ্তি দেওয়া পরীক্ষায় বসবেন না বলে অনড়। আগামী […]
কারেন্ট অ্যাফেয়ার্স ৬ জুন ২০২৫
ব্রিজ উদ্বোধন হল। বিশ্বের উচ্চতম রেলব্রিজ এবং কাটরা-শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এক হাজার চারশো ছিয়াশি কোটি টাকা খরচ হয়েছে। ২৭২ কিমি লম্বা উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল লিঙ্ক প্রকল্পের অংশ এটি। ট্রেনগুলি যে কোনও আবহাওয়ায় চলাচলে সক্ষম। চেনাব সেতু ধরে কাটরা এবং শ্রীনগরের মধ্যে ভ্রমণ করতে মাত্র তিন ঘন্টা সময় লাগবে। ২০০৩ সালে এই […]
জেনারেল নলেজ প্রশ্নোত্তর
১. মণিকরণ উষ্ণ প্রস্রবণ কোন রাজ্যে আছে? ক) হিমাচল প্রদেশ খ) কর্ণাটক গ) গুজরাট ঘ) পশ্চিমবঙ্গ উত্তরঃ হিমাচল প্রদেশ ২. নিম্নলিখিত কোনটি নোবেল গ্যাস নয়? ক) নিয়ন খ) আর্গন গ) হাইড্রোজেন ঘ) হিলিয়াম উত্তরঃ হাইড্রোজেন ৩. হুমায়ুননামা গ্রন্থের রচয়িতা কে? ক) হুমায়ুন খ) আবুল ফজল গ) গুলবদন বেগম ঘ) কোনোটি সঠিক নয় উত্তরঃ গুলবদন বেগম […]
কারেন্ট অ্যাফেয়ার্স ৪ জুন ২০২৫
আমেরিকায় আরও ১২টি দেশের নাগরিকদের প্রবেশাধিকার পুরোপুরি নিষিদ্ধ করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি নিষেধাজ্ঞা চাপানো হল আরও সাতটি দেশের নাগরিকদের উপর।কারণ হিসাবে হোয়াইট হাউসের তরফে জাতীয় নিরাপত্তায় ঝুঁকির কথা বলা হয়েছে। ট্রাম্পের এমন ঘোষণার ফলে আগামী ৯ জুন থেকে আমেরিকায় ঢুকতে পারবেন না আফগানিস্তান, মায়ানমার, চাদ, রিপাবলিক অফ কঙ্গো, ইকিউটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেনের বাসিন্দারা। প্রবেশাধিকারের ক্ষেত্রে আংশিক নিষেধাজ্ঞা চাপানো […]
কারেন্ট অ্যাফেয়ার্স ৩ জুন ২০২৫
মুজিবকে আর মুক্তিযোদ্ধা সম্মান দিতে রাজি নন ইউনূস প্রশাসন। টাকার থেক নাম ছবি মুছে ফেলার পাশাপাশি মুজিবরে কৃতিত্বকে স্বীকার করতে চান না ইুনূস প্রশাসন। তাংকে ছাড়াও বেশ কয়েকজন প্রথম সারিরি নেতা মুক্তিকামী নেতাকে বাতিল করে দিয়েছেন ইউনূস। মুছে দিতে চান তাঁদের নাম। দেশে ফের বাড়ছে করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য […]
জেনারেল নলেজ প্রশ্নোত্তর
১. দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? ক) গঙ্গা খ) যমুনা গ) সরস্বতী ঘ) কাবেরি উত্তরঃ যমুনা ২. ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? ক) চেন্নাই খ) ব্যাঙ্গালুরু গ) দেরাদুন ঘ) ইন্দোর উত্তরঃ দেরাদুন ৩. দিলওয়ারা মন্দির নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? ক) উত্তরপ্রদেশ খ) পাঞ্জাব গ) মেগালয় ঘ) রাজস্থান উত্তরঃ রাজস্থান ৪. বৃক্কের গঠনগত ও কার্যগত […]
কারেন্ট অ্যাফেয়ার্স ২ জুন ২০২৫
রাষ্ট্রসংঘও এবার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। ৬৯০০ জন কর্মীকে বসিয়ে দেওয়া হতে পারে। একটি অভ্যন্তরীণ নির্দেশিকায় ৩.৭ বিলিয়ন ডলার বাজেট এবার ২০ শতাংশ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘের কর্মীদের আগামী ১৩ জুনের মধ্যে বিস্তারিতভাবে বাজেট হ্রাসের পরিকল্পনা জমা দিতে হবে। প্রতি বছর রাষ্ট্রসংঘের মোট বাজেটের এক চতুর্থাংশ দেয় আমেরিকা। দেয় চিন। এই বাজেট হ্রাসের পরিকল্পনাকে মার্চ […]