কারেন্ট অ্যাফেয়ার্স ৯ ফেব্রুয়ারি ২০২০

639
0

আন্তর্জাতিক

  • চিনে করোনা ভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা অতিক্রম করে গেল সার্স কাণ্ডে মৃতের সংখ্যাকে। সার্সে মৃতের সংখ্যা ছিল ৭৭৪। সেখানে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হল ৮১৩। এর মধ্যে কেবল হুবেই প্রদেশে প্রাণহানি হয়েছে ৭৮০ জনের।

জাতীয়

  • অবাধে যান চলাচলের জন্য চুক্তিবদ্ধ হল ভারত, নেপাল ও বাংলাদেশ। নয়াদিল্লিতে তিনটি দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বৈঠকে বসে এই মর্মে সিদ্ধান্ত নিল। ২০১৫ সালে প্রথম যখন এই উদ্যোগ নেওয়া হয় তখন ভুটানও এই প্রকল্পে ছিল। কিন্তু অভিন্ন সড়ক নির্মাণে তারা উৎসাহ দেখায়নি।
  • সিএএ বিরোধী প্রস্তাব পাশ করল গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন। এই প্রথম কোনো পৌরসভা এই প্রস্তাব গ্রহণ করল।

বিবিধ

  • দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট অ্যাকনকাগুয়া জয় করলেন ভারতের কাম্যা কার্তিকেয়ন। বিশ্বের সর্বকনিষ্ঠ ছাত্রী হিসাবে তিনি এই কীর্তি স্থাপন করলেন। কাম্যা মুম্বইয়ের নেভি চিলড্রেন স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী।

খেলা

  • ভারতকে হারিয়ে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হন বাংলাদেশ। এই প্রথম তারা এই খেতাব জিতল। যুব বিশ্বকাপের ফাইনালে এদিন তারা ৩ উইকেটে হারাল ৪ বারের খেতাবজয়ী ভারতকে। ফাইনালের আগে পর্যন্ত ভারত ছিল অপরাজিত। বাংলাদেশের আকবর আলি ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। ম্যান অব দ্য সিরিজ হলেন ভারতের যশস্বী জয়সওয়াল। যুব বিশ্বকাপে তার সংগ্রহ ৪০০ রান।
  • রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে পাকিস্তানের হয়ে হ্যাটট্রিক করলেন নাসিম শাহ। ১৬ বছর ১১ মাস বয়সী নাসিম টেস্টে সব থেকে কম বয়সে হ্যাটট্রিকের রেকর্ড করলেন। তিনি ভাঙলেন বাংলাদেশের লোক কাপালির রেকর্ড।
  • আইলিগের ম্যাচে মোহনবাগান ১-০ গোলে হারিয়ে দিল পাঞ্জাব এফসিকে।
  • সিরি এ-তে জুভেন্তাসের হয়ে টানা ১০ ম্যাচে গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
  • প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগ খেতাব জিতল বেঙ্গালুরু রেপ্টার্স। পরপর দুবার এই খেতাব জিতল তারা। রানার আপ হল নর্থ ইস্টার্ন ওয়ারিয়র্স।