কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ ফেব্রুয়ারি ২০২০

491
0

আন্তর্জাতিক

  • ২০১৪ সালের ২ নভেম্বর ওয়াঘা-আটারি সীমান্তে জঙ্গি হামলায় ৬০ জনের মৃত্যুর ঘটনায় জামাত-উল–আহরার ৩ জঙ্গিকে মৃত্যুদণ্ড ও ৩০০ বছরের কারাদণ্ড দিল পাকিস্তানের সন্ত্রাস দমন আদালত।
  • ২০২১ সাল থেকে নতুন অভিবাসন নীতি প্রচলনের কথা জানালেন ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল। এক্ষেত্রে যাঁরা কাজের জন্য ব্রিটেনে যাবেন তাঁদের জন্য পয়েন্ট ভিত্তিক ভিসা চালু করা হবে। বিরোধীদের দাবি, এর ফলে দক্ষ শ্রমিক পওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়বে ব্রিটেনই।
  • চিনে করোনা ভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা দুহাজার ছাড়াল। চিনের বাইরে ইরান এবং হংকং থেকে মোট ৩ জন সংক্রমিত ব্যক্তির মৃত্যুর খবর জানা গিয়েছে।

 

জাতীয়

  • আসন্ন ভারত সফরে কোনো দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হবে না বলে জানালেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তাঁর বক্তব্য, ‘বাণিজ্যক্ষেত্রে ভারতের থেকে আমরা ভালো ব্যবহার পাইনি।’
  • দিল্লির শাহিনবাগে টানা ৬৭ দিন ধরে বিক্ষোভ আন্দোলনে অবস্থান করছেন সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদকারীরা। এদিন সুপ্রিম কোর্ট প্রেরিত মধ্যস্থকারী দুই আইনজীবী সঞ্জয় হেগড়ে ও সাধনা রামচন্দ্রন দেখা করলেন তাঁদের সঙ্গে।

বিবিধ

  • আগামী ২৫ এপ্রিল হোয়াইট হাউসে সাংবাদিকদের নৈশভোজে অনুষ্ঠান করার ডাক পেলেন ভারতীয় বংশোদ্ভূত কৌতুকশিল্পী হাসান মিনহাজ। তিনি বার-বার ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুলেছেন।
  • নয়াদিল্লির হস্তশিল্প মেলা ‘হুনার হাট’ ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 

খেলা

  • আই লিগের ম্যাচে চার্চিল ব্রাদার্স ২-১ গোলে হারিয়ে দিল রিয়াল কাশ্মীরকে।
  • এএফসি কাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে বেঙ্গালুরু এফসি ১-২ গোলে হেরে গেল মালদ্বীপের দল মাজিয়া এফসি-র কাছে।
  • এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করল এফসি গোয়া।
  • ভারতের অনূর্ধ্ব ১৭ মেয়েদের ফুটবল দল ১-০ গোলে হারাল রোমানিয়াকে।