পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের ফার্মাসিস্ট নিয়োগের স্ক্রিনিং টেস্টের অ্যাডমিট কার্ড ডাউনলোড

552
0

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে বিজ্ঞপ্তি নং ২১/২০১৯ অনুযায়ী রাজ্য শ্রমদপ্তরে ফার্মাসিস্ট গ্রেড-থ্রি/ফার্মাসিস্ট-কাম-সেলসম্যান গ্রেড থ্রি নিয়োগের লিখিত স্ক্রিনিং টেস্টের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে নিজের এনরোলমেন্ট নম্বর বা নামের প্রথমাংশ ও জন্মতারিখ দিয়ে সার্চ করে। এই লিঙ্কে থেকে: https://pscwb.ucanapply.com/AdmitCard/entrance/?app-id=UElZMDAwMDA5Ng==