কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ মার্চ ২০২০

866
0

আন্তর্জাতিক

  • গোটা বিশ্বেই আতঙ্ক ছড়িয়ে লাফিয়ে-লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাস সংক্রমণে মৃত্যুর সংখ্যা। এদিন পর্যন্ত বিশ্বে ৬৪৯২ জন এই সংক্রমণে প্রাণ হারিয়েছিলেন। আক্রান্ত হয়েছেন ১৬৮৮৪৮ জন। ইতালিতে ১৪৪১ জন, সেখানে ২৮৮ জনের মৃত্যু হয়েছে এই সংক্রমণে। ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপকে সংক্রমণের আতঙ্কে বাকিংহ্যাম প্যালেস থেকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে।
  • বাংলাদেশের রাজশাহিতে ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি যজ্ঞেশ্বর রায় নামে একজন পুরোহিতকে নৃশংস হত্যার মামলায় জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জঙ্গি গোষ্ঠীর ৪ সদস্যকে প্রাণদণ্ড দিল রাজশাহির একটি আদালত।

 

জাতীয়

  • ভারতে করোনা ভাইরাস সংক্রমণে মোট ১০৭ জন আক্রান্ত হয়েছেন। সব থেকে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে। সেখানে ৩১ জন আক্রান্ত হয়েছেন। শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় কম্বল, পর্দা ব্যবহার বন্ধের সিদ্ধান্ত নিল ভারতীয় রেল।
  • করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে একসঙ্গে কাজ করার লক্ষ্য নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধানরা ভিডিও সম্মেলনে অংশ নিলেন। বৈঠকের সুর কাটল পাক প্রতিনিধি জাফর মির্জার কাশ্মীর প্রসঙ্গ টানা নিয়ে। ভিডিও সম্মেলনে অংশ নিলেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে, বাংলাদেশ, নেপাল, ভুটানের প্রধানমন্ত্রী যথাক্রমে শেখ হাসিনা, কে পি শর্মা গিল, লোটে শেরিং এবং মালদ্বীপ ও আফগানিস্তানের রাষ্ট্রপতি যথাক্রমে মহম্মদ সোলি ও আসরফ গনি।

 

বিবিধ

  • বাগবাজারে ভগিনী নিবেদিতা হেরিটেজ সংগ্রহশালার উদ্বোধন হল। কলকাতায় এসে ১৬ বোস পাড়া লেনের বাড়িটি ভাড়া নিয়ে থাকতে শুরু করেছিলেন তিনি। রামকৃষ্ণ সারদা মিশন কর্তৃপক্ষ এই সংগ্রহশালাটির তত্ত্বাবধানে রয়েছে।

 

খেলা

  • টেস্ট ক্রিকেটের ১৪৩তম জন্মদিবস পালন করলেন ক্রীড়ামোদীরা। ১৮৭৭ সালের এই দিনে সর্বপ্রথম টেস্ট খেলা হয়েছিল অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যে।
  • মাস্কাটে আয়োজিত বিশ্ব টেবল টেনিস সংস্থার চ্যালেঞ্জার ওয়ান ওপেনে ভারতের শরৎ কমল চ্যাম্পিয়ন হলেন।