কারেন্ট অ্যাফেয়ার্স ৭ এপ্রিল ২০২০

524
0

আন্তর্জাতিক

  • গোটা বিশ্বেই ত্রাস হয়েছে করোনা সংক্রমণ৷ প্রায় সব দেশই কার্যত অবরুদ্ধ অবস্থায় চলে গেছে৷ বিশ্বে এই ভাইরাস ইতিমধ্যেই প্রাণ কেড়েছে ৮১,০৪৩ জনের৷ আক্রান্ত হয়েছেন ১৪,১০,৮১৫ জন৷ ইতালি, স্পেন ও মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে যথাক্রমে ১৬,৫২৩ জন, ১৩,৭৯৮ ও ১০,৯৮০ জনের৷ মার্কিন মুলুকে ৩,৬৭,৭৭৬ জন এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ জাপানের ৭টি প্রদেশে জরুরি অবস্থা জারি করলেন সেখানকার প্রধানমন্ত্রী শিনজো আবে৷ এদিকে গত জানুয়ারির পর এই প্রথম চিনে করোনা সংক্রমণে এদিন কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানাল বেজিং প্রশাসন৷ এদিকে নিউ ইয়র্কের ব্রঙ্কস চিড়িয়াখানায় নাদিয়া নামের একটি বাঘিনীর শরীরেও করোনা সংক্রমণের খোঁজ মিলল৷
  • প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি রবার্ট এফ কেনেডির নাতি নিমেভ কেনেডি টার্ডনসেও ম্যাকিনের মৃতদেহ উদ্ধার করল মেরিল্যান্ডের পুলিশ৷ চেসাপিক উপসাগরে র‍্যাফ্টিং করতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন তিনি৷

 

জাতীয়

  • দেশে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪,৭৮৯৷ ১২৪ জনের মৃত্যু হয়েছে এই সংক্রমণে৷ মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১০০০ ছাড়িয়ে গেল৷৷ সেখানে কোভিড-১৯ সংক্রমণে মৃত্যুও হয়েছে ৫২ জনের৷ সেখানে এশিয়ার বৃহত্তম বস্তি ধারাভিতে ৭ জন আক্রান্ত হয়েছেন৷ এই মুহূর্তে মিজোরাম দেশের একমাত্র রাজ্য যেখানে এখনও সংক্রমণ পৌঁছয়নি৷ ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক জিতেন্দ্র কুমার রাঠোর চিকিৎসা করতে-করতেই করোনায় আক্রান্ত হয়েছিলেন ব্রিটেনের কার্ডিফে৷ এদিন তিনি প্রাণ হারালেন৷ এদিকে করোনা লড়াইয়ে ৫ দফা পরামর্শ সহ প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী৷ প্রধান মন্ত্রীর বিদেশযাত্রা, নব সংসদভবন নির্মাণ আপাতত স্থগিত রাখতে পরামর্শ দিলেন তিনি৷

 

বিবিধ

  • ভারতে সৌরবিদ্যুৎ ব্যবসায় ৩৭০৭ কোটি টাকা লগ্নির সিদ্ধান্ত জানাল ফরাসি সংস্থা টোটাল৷ আদানি গ্রিন এনার্জির সঙ্গে তারা ১১টি রাজ্যে ২১৪৮ মেগাওয়াটের প্রকল্প নেওয়ার কথা জানিয়েছে৷

 

খেলা

  • আরও ২ বছর বায়ার্ন মিউনিখে খেলার জন্য চুক্তিবদ্ধ হওয়ার কথা জানালেন টমাস মুলার৷ ৩০ বছরের মুলার গত ২ বছর ধরে বায়ার্নে খেলছেন৷
  • সার্বিয়ার প্রাক্তন কোচ রাদোমির আস্তিচ প্রয়াত হলেন৷ তিনি সার্বিয়ার জাতীয় ফুটবল দল ছাড়াও রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, আতলেতিকো দে মাদ্রিদ প্রভৃতি ক্লাবের ফুটবল দলেরও প্রাক্তন ফুটবল কোচ৷