কারেন্ট অ্যাফেয়ার্স ১১ এপ্রিল ২০২০

768
0

আন্তর্জাতিক

  • কোভিড-১৯ সংক্রমণে বিশ্বে ১,০৮,১২৪ জনের মৃত্যু হয়েছে৷ মৃতের সংখ্যায় শীর্ষস্থানে চলে এল মার্কিন যুক্তরাষ্ট্র৷ একদিনে ২,১০৮ জনের মৃত্যু হল সেখানে৷ মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেনে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল যথাক্রমে ২০,১৩৫, ১৯,৪৬৮, ১৬,৩৫৩৷ অন্যদিকে ডেনমার্ক, অস্ট্রিয়া, চেকপ্রজাতন্ত্র, চিন, ইরানে লকডাউন শিথিল করা হচ্ছে৷ ব্রিটেনে অশ্বেতাঙ্গ চিকিৎসকরা সমান সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ উঠল৷ সেখানে করোনার চিকিৎসায় যুক্ত ১০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে৷ তাঁরা প্রত্যেকেই অ-শ্বেতাঙ্গ৷
  • ঢাকার কেরানিগঞ্জের কারাগারে ফাঁসি দেওয়া হল ক্যাপ্টেনআব্দুল মাজেদকে৷ শেখ মুজিবুর রহমান, তাঁর শিশুপুত্র এবং ৪ জন ক্ষমতাচ্যুত মন্ত্রীকে হত্যায় অন্যতম অভিযুক্ত মাজেদ৷ তিনি ভারতে ২৩ বছর গা ঢাকা দিয়েছিলেন বলে জানা গেছে৷

 

জাতীয়

  • করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে একটি কঠিন দিন অতিক্রম করল ভারত৷ দেশে একদিনে ১,০৩৫ জন আক্রান্ত হলেন এই ভাইরাসে, মৃত্যুও হল ৪০ জনের৷
  • কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দেশে এই সংক্রমণে মৃত্যু হয়েছে ২৪২ জনের, আক্রান্ত হয়েছেন ৭৫২৯ জন৷ মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লিতে আক্রান্ত হয়েছেন যথাক্রমে ১,৫৭৪, ৯১১ এবং ৯০৩ জন৷ মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাটে মৃতের সংখ্যা যথাক্রমে ১১০, ৩৩ ও ১৯৷ পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ৯৫৷ এরমধ্যে ১৬টি পরিবারের ৭০ জন রয়েছেন বলে জানা গেছে৷
  • কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসিচিব লব আগরওয়াল জানিয়েছেন, “লকডাউন না করলে ১৫ এপ্রিল দেশে আক্রান্তের সংখ্যা ৮.২ লক্ষ হত বলে একটি সমীক্ষায় জানা গেছে৷” এদিন সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও সম্মেলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এরপরই দেশজুড়ে লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করা হল৷ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান ১০ জুন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্তও জানালেন প্রধানমন্ত্রী৷ সরকারি সূত্র জানাল, ভারত ব্রিটেনকে ৩০ লক্ষ প্যাকেট প্যারাসিটামল পাঠাচ্ছে৷

 

বিবিধ

  • পল ম্যাকার্ট্‌নির হাতে লেখা দ্য বিটলসের জনপ্রিয় গান “হে জুড”-এর পাণ্ডুলিপি নিলামে বিক্রি হল ৯ লক্ষ ১০ হাজার পাউন্ডে৷ নিউইয়র্কের টাইমস স্কোয়্যারে হার্ডরক কাফেতে নিলাম হওয়ার কথা ছিল৷ করোনা সংক্রমণের আবহে তা অনলাইনে সম্পন্ন করা হল৷

 

খেলা

  • করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ব্রিটেনে লিভারপুল দলের কিংবদন্তী কোচ ও ফুটবলার কেনি ড্যাগ্লিশ৷
  • আইলিগ বাতিল করার ইঙ্গিত দিলেন লিগ কমিটির চেয়ারম্যান সুব্রত দত্ত৷