কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ এপ্রিল ২০২০

896
0

আন্তর্জাতিক

  • মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস সংক্রমণে ৩৮৫৬ জনের মৃত্যু হল৷ সেখানে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল ৩৭ হাজার৷ ইতালিতে ২২ হাজার ও স্পেনে ২০ হাজার মানুষের মৃত্যু হল এই সংক্রমণে৷ বিশ্বজুড়ে মৃত্যু হল ১,৫৮,৮৭০ জনের৷ ২৩ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন করোনায়৷ করোনা সবশেষে প্রবেশ করেছে আফ্রিকায়৷ সেখানে ৫৪টি দেশের মধ্যে ৫২টিতে সংক্রমণের খোঁজ মিলল৷ নাইজিরিয়ার রাষ্ট্রপতি মহম্মদ বুহারির চিফ অব স্টাফ আরাকিয়ারির মৃত্যু হল করোনায়৷ এরই মধ্যে একটি মার্কিন সংবাদপত্র করোনার উৎস নিয়ে গুরুতর অভিযোগ করল৷ চিনের উহানে এশিয়ার বৃহত্তম ভাইরাস গবেষণাগার উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকে এক মহিলা ইন্টার্নের মাধ্যমে এই সংক্রমণ ছড়াতে শুরু করে বলে সেখানে দাবি করা হল৷ এই প্রতিষ্ঠান গড়ে উঠেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের বিপুল অর্থ বিনিয়োগে৷ সেখানে ১৫০০টিরও বেশি ভাইরাসের নমুনা অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে৷

 

জাতীয়

  • দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১,৪৭,৭৯২ জন৷ তাঁদের মধ্যে ২০১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন৷ মৃত্যু হয়েছে ৪৮৮ জনের৷ ভারতীয় নৌবাহিনীর ২৬ জন নৌসেনার দেহে সংক্রমণের খোঁজ মিলল৷ দেশে করোনার সব থেকে বেশি প্রকোপ পড়েছে মহারাষ্ট্রে৷ সেখানে ৩৩২৩ জন আক্রান্ত হয়েছেন ও ২০১ জনের মৃত্যু হয়েছে৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ১৪ দিনে দেশের ১২টি রাজ্যের ২২টি জেলা থেকে নতুন কোনো সংক্রমণের খোঁজ মেলেনি৷ তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও কালিম্পং৷ পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্তের সংখ্যা ১৭৮৷ মৃত্যু হয়েছে ১২ জনের৷ লুধিয়ানায় করোনায় এক পুলিশকর্তার প্রাণহানি হল৷

 

বিবিধ

  • করোনা বিধ্বস্ত বিশ্বকে জীবনদায়ী ওষুধ পাঠিয়েছে ভারত৷ ৫৫টি দেশকে পাঠানো হয়েছে হাইড্রক্সিক্লোরোকুইন৷ এজন্য আল্পসের ম্যাটারহর্ন পর্বতের গায়ে ভারতের জাতীয় পতাকার রঙে আলোকসজ্জা করে ভারতের পাশে থাকার বার্তা দিল সুইজারল্যান্ড৷ এই পর্বতগাত্রে প্রতিদিনই করোনার বিরুদ্ধে যুদ্ধে কোনো না কোনো বার্তা দিচ্ছে সুইজারল্যান্ড৷

 

খেলা

  • করোনা ভাইরাস জনিত পরিস্থিতিতে ২০১৯-২০ মরসুমে অসমাপ্ত থাকা আইলিগ বন্ধের সুপারিশ করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের লিগ কমিটি৷ তারা মোহনবাগানকে চ্যাম্পিয়ন ঘোষণার জন্য এবং কোনো দলকে অবনমন না করার জন্যও সুপারিশ করল৷
  • বিশ্ব টেবল টেনিস র‍্যাঙ্কিংয়ে প্রথম একশতর মধ্যে ঠাঁই পেলেন বাংলার সুতীর্থা মুখার্জি৷