কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ এপ্রিল ২০২০

642
0

আন্তর্জাতিক

  • কোভিড-১৯ ভাইরাস সংক্রমণে বিশ্বে ২,২৬,৩০৫ জনের মৃত্যু হয়েছে৷ ৩১,৯২,৬৯১ জন আক্রান্ত হয়েছেন৷ প্রায় ১০ লক্ষ জন সুস্থ হয়ে উঠেছেন সংক্রমণ থেকে৷ মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ অতিক্রম করল৷ মৃত্যু হয়েছে প্রায় ৬১ হাজার জনের৷ ভিয়েতনাম যুদ্ধে প্রাণহানির সংখ্যা ৫৮,২২০ ছাপিয়ে গেল মার্কিন মুলুকে করোনায় মৃত্যু৷ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প অবশ্য দায় চিনের ওপর চাপিয়ে বলেছেন, “তাদের জন্যই ১৮৪টি দেশ এই যন্ত্রণা ভোগ করছে৷” এদিকে স্পেন ও রাশিয়া ধাপে-ধাপে লকডাউন তোলার কথা জানাল৷ ইজরায়েল এদিন ঘরবন্দি থেকেই স্বাধীনতা দিবস পালন করল৷ করোনা আতঙ্কে বিভিন্ন দেশে পোলিও টিকাকরণ কর্মসূচি বন্ধ রয়েছে৷ এর ফলে নাইজেরে পোলিওর প্রাদুর্ভাব শুরু হয়েছে বলে জানাল হু৷ পশ্চিম আফ্রিকার দেশটি থেকে গত বছরই পোলিও বিদায় নিয়েছিল৷

 

জাতীয়

  • দেশে একদিনে করোনা ভাইরাস সংক্রমণে ৭১ জনের মৃত্যু হল৷ মৃতের সংখ্যা বেড়ে হল ১০০৮৷ দেশে আক্রান্ত হলেন ৩১,৭৮৭ জন৷ এর মধ্যে শর্তসাপেক্ষে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরায় ছাড় দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়েও এই বিশেষ পরিস্থিতিতে পরীক্ষা ও পাঠ্যক্রমের রূপরেখা প্রকাশ করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন৷

 

বিবিধ

  • অভিনেতা ইরফান খানের জীবনাবসান হল৷ গত ২ বছর ধরে তিনি নিউরো এন্ডোক্রাইন টিউমার-এ ভুগছিলেন৷ মাত্র ৪ দিন আগে তাঁর মা সাইদা বেগম প্রয়াত হয়েছেন৷ ইরফান ন্যাশনাল স্কুল অব ড্রামার প্রাক্তন ছাত্র, তাঁর প্রথম ছবি সালাম বম্বে, শেষ ছবি আংরেজি মিডিয়াম৷ এক ডাক্তার কি মওত, মুকবুল, লাইফ ইন আ মেট্রো, পান সিং তোমার, পিকু, দ্য লাঞ্চবক্স, হায়দার প্রভৃতি ছবিতে তাঁর অভিনয় প্রতিভার স্বাক্ষর রয়েছে৷ হলিউড এবং আন্তর্জাতিক চলচ্চিত্র দুনিয়াও তাঁকে মনে রাখবে জুরাসিক ওয়ার্ল্ড, লাইফ অব পাই, ইনফার্নো, দ্য ওয়ারিয়র প্রভৃতি ছবির জন্য৷ মোস্তাফা সরোয়ার ফারুকি পরিচালিত বাংলা ছবি ডুব-এও তিনি অভিনয় করেছিলেন৷ পেয়েছিলেন পদ্মশ্রী সম্মান৷ এদিন মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি৷ রেখে গেলেন স্ত্রী সুতপা শিকদার এবং দুই পুত্র বাবিল ও অয়নকে৷

 

খেলা

  • ২০১৯ সালের বর্ষসেরা ক্রিকেটারদের নাম ঘোষণা করল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড৷ বর্ষসেরা ব্যাটসম্যান ও বোলারের পুরস্কার পাচ্ছেন যথাক্রমে টম লাথাম ও টিম সাউদি৷
  • যথাসময়ে অর্থ জমা না করায় ২০২১ সালের বিশ্ব বক্সিং প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব হারাল ভারত৷