করোনা ভাইরাসের সংক্রমণে দেশজুড়ে চলছে লকডাউন৷ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ায় পড়ুয়াদের ঘরে বসেই প্রস্তুতি নিতে হচ্ছে, বেশ কিছু সরকারি ও বেসরকারি অফিসেও বাড়ি থেকেই কাজ চলছে৷ লকডাউন চলাকালীন বেশ কিছু সরকারি চাকরির পরীক্ষা ও ইন্টারভিউয়ের তারিখ স্থগিত রাখা হয়েছে৷ এই পরিস্থিতিতে বাড়িতে বসেই সরকারি চাকরির প্রস্তুতি চালিয়ে যেতে হবে, প্রস্তুতির সুবিধার্থে আমাদের পোর্টালে কিছু জেনারেল নলেজের প্রশ্নোত্তর ধারাবাহিক ভাবে দেওয়া হচ্ছে৷
১৷ নিম্নলিখিত কোন দিনটি আন্তর্জাতিক যোগা দিবস হিসাবে পালিত হয়?
ক. ৩১ মে
খ. ১ জুলাই
গ. ২১ জুন
ঘ. ১ ডিসেম্বর
২৷ ফমুর্লা ওয়ান নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত?
ক. মোটর রেসিং
খ. পোলো
গ. ক্রিকেট
ঘ. ফুটবল
৩৷ পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়?
ক. বিজ্ঞান ও প্রযুক্তি
খ. সাহিত্য ও সাংবাদিকতা
গ. পরিবেশ বিদ্যা
ঘ. আন্তর্জাতিক বোঝাপড়া
৪৷ নিম্নলিখিত কোনটি হিমাচল প্রদেশের লোক নৃত্য?
ক. ধমন
খ. মহাথু
গ. ধাকুনি
ঘ. এর কোনোটি সঠিক নয়
৫৷ পক্ষী সংক্রান্ত চর্চার বিজ্ঞান হল………..
ক. কনকোলজি
খ. অ্যানথ্রোপোলজি
গ. অনটোলজি
ঘ. অরনিথোলজি
৬৷ হুতুম পেঁচা ছদ্মনামে কে পরিচিত?
ক. কালীপ্রসন্ন সিংহ
খ. শরৎচন্দ্র চট্টোপপাধ্যায়
গ. দাদাঠাকুর
ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৭৷ প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়?
ক. ১৯৩০
খ. ১৯৫০
গ. ১৯৬০
ঘ. ১৯৬৫
৮৷ ভারতের ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ পুরস্কার কোনটি?
ক. অর্জুন পুরস্কার
খ. কালিদাস সম্মান
গ. রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার
ঘ. দ্রোণাচার্য পুরস্কার
৯৷ নিম্নলিখিত কোন মশা ম্যালেরিয়া রোগের বাহক?
ক. অ্যানোফিলিস মশা
খ. এডিশ মশা
গ. কিউলেক্স মশা
ঘ. ওপরের সবকটি
১০৷ নিম্নলিখিত কোন রক্তের গ্রুপ সার্বিক গ্রহিতা?
ক. ও
খ. এবি
গ. এ
ঘ. বি
উত্তর
১. গ ২. ক ৩. খ ৪. খ ৫. ঘ ৬. ক ৭. ক ৮. ঘ ৯. ক ১০. খ