কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ মে ২০২০

598
0

আন্তর্জাতিক

  • চিনের জিলিন শহরকে দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করে দিল বেজিং প্রশাসন৷ সেখানে নতুন করে ৩৪ জনের মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়েছে৷ এদিকে মার্কিন বায়োটেক সংস্থা মোডেরনা দাবি করল তাদের সম্ভাব্য ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালে ইতিবাচক ফল মিলেছে৷ এরই মধ্যে বিশ্বে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৩,১৮,৮২৮৷ ৪৮,৬৪,৭৬৯ জন আক্রান্ত হয়েছেন৷ অন্যদিকে জেনিভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বোচ্চ বার্ষিক সম্মেলন ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে করোনা ভাইরাসের উৎস খুঁজতে নিরপেক্ষ তদন্তের দাবি জানাল ইউরোপীয় ইউনিয়ন ও অস্ট্রেলিয়া৷
  • আফগানিস্তানে একটি সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হানায় ৯ জনের মৃত্যু হল৷ ঘটনার দায় স্বাকীর করল তালিবান জঙ্গিগোষ্ঠী৷

 

জাতীয়

  • দেশে একদিনে ৫,২৪২ জন করোনায় আক্রান্ত হলেন৷ মোট আক্রান্তের সংখ্যা ৯,৬১,৬৯৷ মৃত্যু হয়েছে ৩,০২৯ জনের৷ মহারাষ্ট্র, গুজরাট ও মধ্যপ্রদেশে মৃত্যু হয়েছে যথাক্রমে ১,১৯৮, ৬৫৯ ও ২৪৮ জনের৷ চতুর্থ পর্বের লকডাউনে জনজীবন সচল রাখতে নিজেদের মতো উদ্যোগ নিল রাজ্যগুলি৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২১ মে থেকে জনজীবন সচল করার লক্ষে একগুচ্ছ পরিকল্পনা প্রকাশ করলেন৷
  • বঙ্গোপসাগরে ঘনীভূত সুপার সাইক্লোন “আমফান” (উমপুন) আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে৷ ১৯৯৯ সালে ওড়িশা উপকূলে আছড়ে পড়েছিল সুপার সাইক্লোন৷ তারপর এই “আমফান” বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া দ্বিতীয় সুপার সাইক্লোন৷

 

 

বিবিধ

  • বিভিন্ন কেন্দ্রীয়, রাজ্য সরকারি ও রাষ্ট্রায়ত্ত সংস্থার কাছে দেশের ৪৫০টি ক্ষুদ্র-ছোট-মাঝারি শিল্প সংস্থার বকেয়া ১৭০৯ কোটি টাকা৷ বড় বেসরকারি সংস্থা ধরলে ওই অঙ্ক ১৮১৯ কোটি টাকা৷ এর মধ্যে ৩২ শতাংশ বকেয়া রয়েছে ২ বছর ধরে৷ সিআইআই-এর সমীক্ষায় এই তথ্য জানা গেল৷

 

খেলা

  • থুতু দিয়ে বল পালিশ পদ্ধতি নিষিদ্ধ করার জন্য প্রস্তাব দিল অনিল কুম্বলের নেতৃত্বাধীন আইসিসি-র ক্রিকেট কমিটি৷
  • লকডাউনে বন্ধ সব ধরনের খেলা৷ এরই মধ্যে ইনস্টাগ্রামলাইভ চ্যাটে অংশ নিলেন ভারতের ফুটবল ও ক্রিকেটের দুই অধিনায়ক সুনীল ছেত্রী এবং বিরাট কোহলি৷