কারেন্ট অ্যাফেয়ার্স ২২মে ২০২০

870
0
Current Affairs 1st March

আন্তর্জাতিক

  • পাকিস্তানে করাচি বিমান বন্দরের কাছে অবতরণের আগে ভেঙে পড়ল একটি যাত্রীবাহী বিমান৷ এই ঘটনায় অন্তত ৭৬ জনের মৃত্যু হয়েছে৷ রাষ্ট্রায়ত্ত পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের পি কে ৮৩০৩ মডেলটিতে ৯১ জন যাত্রী ও ৮ জন বিমানকর্মী ছিলেন৷ ৩ জন অবিশ্বাস্যভাবে প্রাণে রক্ষা পেয়েছেন৷ দুর্ঘটনার আগে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির৷
  • কোভিড-১৯ সংক্রমণের সংখ্যায় স্পেননকে টপকে চতুর্থ স্থানে চলে এল ব্রাজিল৷ সেখানে করোনায় ৩,১৪,৭৬৯ জন আক্রান্ত হয়েছেন এবং ২০,২৬৭ জন প্রয়াত হয়েছেন৷ মার্কিন যুক্তরাষ্ট্রে ১৬,৩৩,৬৩৯ জন আক্রান্ত, মৃত ৯৭,১৬৯ জন৷ করোনা ভাইরাসে মৃতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে ৩ দিন জাতীয় শোক প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হল৷ রাশিয়া আক্রান্তের সংখ্যার দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় স্থানে চলে এল৷ সেখানে মৃতের সংখ্যা ৩,২৪৯৷ বিশ্বে মোট আক্রান্ত ৫২,৬৪,২০৫ জন, মৃত ৩,৩৭,৯৫৬ জন৷
  • সুপার সাইক্লোনে বাংলাদেশে ২২ জনের মৃত্যু হয়েছে৷ সেখানে ১১০০ কোটি বাংলাদেশি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে৷

 

জাতীয়

  • পশ্চিমবঙ্গে সুপার সাইক্লোন আমফানের প্রভাবে মৃতের সংখ্যা বেড়ে হল ৮৬৷ রাজ্যের ২১৫০৭ বর্গ কিমি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ১০.৫০ লক্ষ বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে৷ ৩৮৪টি ব্লক বা পুরসভা ক্ষতির শিকার৷ এদিন আকাশপথে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পর্যবেক্ষণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল জগদীপ ধনকড়৷ পুনর্গঠনের জন্য অগ্রিম এক হাজার কোটি টাকা দেওয়ার কথা জানালেন প্রধানমন্ত্রী৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে ক্ষতির পরিমাণ অন্তত এক লক্ষ কোটি টাকা৷ এই ক্ষতিকে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি জানাল দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি৷
  • গত ২৪ ঘণ্টায় দেশে ৬,০৮৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ও ১৪৮ জন প্রাণ হারিয়েছেন৷ দেশে মোট সংক্রমিত হয়েছেন ১,১৮,৪৪৭ জন ও প্রাণ হারিয়েছেন ৩,৫৮৩ জন৷
  • তেলেঙ্গানার গোরেকুন্টা গ্রামের একটি কুয়ো থেকে উদ্ধার হল ৯ জনের দেহ৷ তাঁদের ৬ জন পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং তাঁরা একই পরিবারের সদস্য৷ মৃত্যুর কারণ জানা যায়নি৷

 

বিবিধ

  • ব্যাঙ্কগুলিকে প্রদেয় ঋণের সুদের হার (রেপো রেট) ৪০ বেসিস পয়েন্ট কমাল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া৷ ঋণগ্রহীতাদের ইএমআই আরও ৩ মাস স্থগিত রাখার কথা বলা হল৷ চলতি অর্থবর্ষে বৃদ্ধির হার শূন্যেরও নিচে চলে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হল দেশের শীর্য ব্যাঙ্কের তরফে৷

 

 

খেলা

  • ২০২০ সালের অলিম্পিক যদি ২০২১ সালে আয়োজন করা না যায় তাহলে তা বাতিলই হবে বলে মন্তব্য করলেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান টমাস বাখ৷
  • আম্পায়ারদের গ্লাভস পরা, সফরকারী দলের সঙ্গে মেডিক্যাল অফিসার রাখা, ম্যাচের আগে ক্রিকেটারদের ১৪ দিনের নিভৃতবাস প্রভৃতি একগুচ্ছ নির্দেশিকা জারি করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি৷