কারেন্ট অ্যাফেয়ার্স ২ জুন ২০২০

989
0

আন্তর্জাতিক

  • মার্কিন যুক্তরাষ্ট্রে নৈশ কারফিউ জারি করা হল দেড় শতাধিক শহরে৷ তারপরও দেশ জুড়ে চলছে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যার বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলন৷ এদিন তার পরিবারের তরফে প্রকাশ করা হল ময়নাতদন্তের রিপোর্ট৷ তাতে দেখা যাচ্ছে পুলিশ অফিসার হাঁটু দিয়ে তার গলা চেপে ধরার কারণেই মৃত্যু হয়েছে জর্জের৷ এর পরই আরও তীব্র হয়েছে আন্দোলন৷ হোয়াইট হাউসের লাগোয়া গির্জার একাংশও পুড়িয়ে দেওয়া হয়েছে৷
  • বিশ্বে করোনা ভাইরাস সংক্রমণে মোট ৩৮০২৬৫ জনের মৃত্যু হয়েছে৷ আক্রান্ত হয়েছেন ৬৪৪৪০২৭৮ জন৷ বাংলাদেশে রোহিঙ্গা শরনার্থী শিবিরে এক বৃদ্ধ করোনায় প্রাণ হারিয়েছেন৷ ইতালির সবথেকে ক্ষতিগ্রস্ত লম্বার্ডি এলাকার চিকিৎসক আলবের্তো জাংগ্রিলো দাবি করেছেন, এখন যাঁরা করোনায় আক্রান্ত হচ্ছেন তাঁদের শরীরে ভাইরাসের প্রকোপ অনেক কম৷ তবে “হু” ওই দাবি উড়িয়ে দিয়ে বলেছে, করোনা ভাইরাসের শক্তিক্ষয় হয়নি৷

 

জাতীয়

  • আরব সাগরে ঘনীভূত হয়েছে ঘূর্ণিঝড় নিসর্গ৷ এই নামটি বাংলাদেশের দেওয়া৷ এটি মহারাষ্ট্র ও গুজরাটের উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়তে পারে বলে সতর্ক করল আবহাওয়া দপ্তর৷
  • দেশে মোট ১৯৮৭০৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ মৃত্যু হয়েছে ৫৫৯৮ জনের৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দাবি, এই মৃত্যুর ৭৩ শতাংশই হয়েছে কো-মর্বিডিটির জন্য৷ ভারতে করোনা আক্রান্তদের রেমডেসিভি প্রয়োগের অনুমতি দেওয়া হল৷ পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৩৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷

 

বিবিধ

  • অস্ট্রিয়ার বাওনাও শহরেরর যে বাড়িতে অ্যাডলফ হিটলার জন্মগ্রহণ করেছিলেন সেটিকে একটি থানা বানানোর সিদ্ধান্ত নিল প্রশাসন৷
  • কেরলের মালাপ্পুরমে অনলাইন ক্লাস করতে না পারার দুঃখে আত্মঘাতী হল দলিত ছাত্রী দেবিকা (১৫)৷ তার বাবা দিনমজুর৷ তাদের বাড়িতে স্মার্টফোন ছিল না, টেলিভিশন খারাপ৷

 

খেলা

  • ভারতের মহিলা হকি দলের অধিনায়ক রানি রামপালকে খেলরত্ন, আরপিসিং- তুষার খন্দকারকে মেজর ধ্যানচাঁদ পুরস্কার, বি জে কারিয়াপ্পা-রমেশ পাঠানিয়াকে দ্রোনাচার্য পুরস্কার দেওয়ার জন্য সুপারিশ করল হকি ইন্ডিয়া৷
  • মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের শেষকৃত্যের যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার ফ্লয়েড মেওয়েদার৷ লিভারপুল ও চেলসির ফুটবলাররা অনুশীলনের আগে হাঁটু মুড়ে প্রতিবাদ জানান৷