পাওয়ার গ্রিডে অ্যাপ্রেন্টিস

1494
0
Current Affairs 1st May

পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডে দুটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে৷

১. Ref: WR-I/RHQ/HR/Apprentice/2020-21. যে সমস্ত ট্রেডে নেওয়া হবে সেগুলি হল: গ্র্যাজুয়েট ইন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, গ্র্যাজুয়েট ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, এগজিকিউটিভ (হিউম্যান রিসোর্স), ডিপ্লোমা ইন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন অফিস ম্যানেজমেন্ট, অ্যাসিস্ট্যান্ট (হিউম্যান রিসোর্স)৷

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: সবক্ষেত্রেই ট্রেনিংয়ের সময়সীমা ১ বছর৷ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ সিভিল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট ও এগজিকিউটিভ (হিউম্যান রিসোর্স) ট্রেডের স্টাইপেন্ড প্রতি মাসে ১৫০০০ টাকা এবং বাকি ট্রেডগুলির স্টাইপেন্ড প্রতি মাসে ১২০০০ টাকা৷

আবেদনের পদ্ধতি: https://www.powergridindia.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷

https://www.powergridindia.com/sites/default/files/WR1_Apprenticeship_Advertisement_22_05_2020.pdf লিঙ্কে গিয়ে নোটিসটি দেখতে পারবেন৷

২. Ref: NR-I/RHQ/HRD/Apprentice 2020-21. যেসমস্ত শাখায় অ্যাপ্রেন্টিস নেওয়া হবে সেগুলি হল: ইলেক্ট্রিক্যাল গ্র্যাজুয়েট, সিভিল গ্র্যাজুয়েট, এগজিকিউটিভ এমবিএ (এইচআর), ডিপ্লোমা ইলেক্ট্রিক্যাল, ডিপ্লোমা সিভিল, আইটি ইলেক্ট্রিক্যাল৷

শূন্যপদ: গ্র্যাজুয়েট ইলেক্ট্রিক্যাল: ২৫, গ্র্যাজুয়েট সিভিল: ৫, এগজিকিউটিভ এমবিএ এইচআর: ৫, ডিপ্লোমা ইলেক্ট্রিক্যাল: ৪০, ডিপ্লোমা সিভিল: ১০, আইটি ইলেক্ট্রিক্যাল: ৪০৷

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: সবক্ষেত্রেই ট্রেনিংয়ের সময়সীমা ১ বছর৷ গ্র্যাজুয়েট ইলেক্ট্রিক্যাল/ সিভিল, এগজিকিউটিভ এমবিএ-র প্রতি মাসে স্টাইপেন্ড ১৫০০০ টাকা, আইটি ইলেক্ট্রিক্যালের প্রতি মাসে ১১০০০ টাকা বাকি ডিসিপ্লিনগুলির প্রতি মাসে স্টাইপেন্ড ১২০০০ টাকা৷

আবেদনের পদ্ধতি: https://www.powergridindia.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ২৬ জুন পর্যন্ত৷ http://www.powergridindia.com/sites/default/files/Advertisement.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন৷