কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ জুন ২০২০

955
0
Current Affairs 16th October

আন্তর্জাতিক

  • নাসার প্রথম আফ্রিকান বংশোদ্ভূত কৃষ্ণাঙ্গ গবেষক ছিলেন মেরি উইলিয়াম জ্যাকসন নামে একজন মহিলা৷ এবার তাঁর নামে নাসার সদর দপ্তরের নামকরণ করা হল৷ এদিকে জর্জ ফ্লয়েড হত্যার বিরুদ্ধে বিশ্বজুড়ে আন্দোলনের মধ্যেই মার্কিন পুলিশের হাতে আরও এক কৃষ্ণাঙ্গ যুবকের হত্যার ঘটনা সামনে এল৷ অ্যারিজোনায় গত ২১ এপ্রিল অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে গিয়ে ১২ মিনিট ধরে নির্যাতন চালায় পুলিশ৷ তখনই লোপেজ নামে ওই কৃষ্ণাঙ্গ ব্যক্তি প্রাণ হারান৷
  • ইসলামাবাদে পাকিস্তান সংসদের বিশেষ অধিবেশনে বক্তব্য রাখার সময় উগ্রপন্থী নেতা ওসামা বিন লাদেনকে ‘শহিদ’ বলে উল্লেখ করলেন পাক প্রধানমন্ত্রী ইমরাজ খান৷ বিরোধী দল পিপিপি মন্তব্যের বিরোধিতা করে তাঁকে ‘তালিবান খান’ বলে কটাক্ষ করেছে৷
  • বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৯৬,৪৯,১৫৯৷ প্রাণহানি হয়েছে ৪,৮৭,৭৬৩ জনের৷

 

জাতীয়

  • গালওয়ান, দেমচক, প্যাংগং লেক, দেপসাং, চুমার, চুসুল, গোগরা উষ্ণ প্রস্রবণ প্রভৃতি স্থানে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ১২-১৪ কিলোমিটার পর্যন্ত ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে চিনের সেনা ঘাঁটি গেড়ে রয়েছে৷ উপগ্রহ চিত্র বিশ্লেষণের পর এই তথ্য জানা গেছে৷ গত মে মাস থেকেই চিনা সেনা এই পদক্ষেপ নিয়েছে৷ এদিকে নেপাল সীমান্তের ১৫টি স্থানে চিন নেপালের জমি দখল করেছে বলে অভিযোগ করল নেপাল কংগ্রেস৷
  • আগামী ১২ আগস্ট পর্যন্ত দূরপাল্লার ও শহরতলির ট্রেন বাতিল থাকবে বলে জানালেন রেল কর্তৃপক্ষ৷ তবে বিশেষ ট্রেনগুলি চলবে৷ এদিকে দেশ জুড়ে করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতিতে দশম ও দ্বাদশ শ্রেণির বাকি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত জানাল সিবিএসই৷ একই সিদ্ধান্ত নিল আইসিএসই এবং আইএসসি৷ এদিকে দেশে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে হল ৪,৭৩,১০৫৷ মোট ১,৪৮,৯৪ জনের প্রাণহানি হয়েছে৷ আক্রান্তের সংখ্যায় মুম্বইকে পিছনে ফেলল দিল্লি৷ সেখানে ৭৩,৩৯০ জন আক্রান্ত হয়েছেন করোনায়৷

 

বিবিধ

  • কথাসাহিত্যিক নিমাই ভট্টাচার্য (৮৯) প্রয়াত হলেন৷ পেশাগত ক্ষেত্রে তিনি ছিলেন সাংবাদিক৷ তাঁর লেখা বইয়ের সংখ্যা ১৩০৷ প্রথম বই ‘রাজধানীর নেপথ্যে’৷ ‘মেমসাহেব’, ‘পিয়াসা’, ‘ম্যারেজ রেজিস্ট্রার’, ‘ইমনকল্যাণ’, ‘ডিপ্লোম্যাট’, ‘নাচনী’, ‘গোধুলিয়া’, ‘পিকাডিলি সার্কাস’ প্রভৃতি বহু উপন্যাসের রচয়িতা তিনি৷
  • ‘ফেয়ার অ্যান্ড লাভলি’ নামের পণ্য সামগ্রী থেকে ফেয়ার শব্দটি বাদ দেওয়ার সিদ্ধান্ত জানাল হিন্দুস্তান ইউনিলিভার৷

 

 

খেলা

  • ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হল লিভারপুল৷ ৩০ বছর পর এই খেতাব জিতল তারা৷ এদিন তারা ক্রিস্টাল প্যালেসকে ৪-০ গোলে হারায়৷ অন্য ম্যাচে ম্যাঞ্চেস্টার সিটি হেরে যায়৷ ফলে ৭ ম্যাচ বাকি থাকতেই পয়েন্টের বিচারে খেতাব নিশ্চিত হল লিভারপুলের৷

 

 

 

লাইভ টিভি দেখুন : https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল