কারেন্ট অ্যাফেয়ার্স ৫ জুলাই ২০২০

824
0

আন্তর্জাতিক

  • বাগদাদে মার্কিন দূতাবাস লক্ষ করে রকেট হামলা চালাল সন্ত্রাসবাদীরা৷ আকাশপথে ক্ষেপণাস্ত্র রোখার ব্যবস্থা থাকায় তা লক্ষ্যভ্রষ্ট হয়৷ এদিন ইরাকের উম আল আজম এলাকায় তাজি সেনাছাউনিতেও রকেট হামলা চালানো হয়৷ তবে কেউ প্রাণ হারায়নি৷ এই ঘটনায় ইরানের হাত থাকতে পারে বলে সন্দেহ মার্কিন প্রশাসনের৷
  • বিশ্বে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯-এ আক্রান্ত হলেন ২ লক্ষাধিক মানুষ এবং প্রাণহানি হল ৫ হাজারের বেশি মানুষের৷ মোট আক্রান্ত হয়েছেন ১,১৪,৯৬,৭৬১ জন৷ মোট জীবনহানি হয়েছে ৫,৩৫,৩৭৯ জনের৷ এদিকে করোনা চিকিৎসায় অব্যবস্থার প্রতিবাদে পাকিস্তানে একসঙ্গে ইস্তফা দিলেন ৪৮ জন চিকিৎসক৷
  • মার্কিন র‍্যাপার কানইয়ে ওয়েস্ট আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত জানালেন৷ ২১ বারের গ্রামিজয়ী শিল্পী তিনি৷ অভিনেত্রী কিম কার্দাশিয়ান তাঁর স্ত্রী৷

 

জাতীয়

  • দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ২৪,৮৫০ জন৷ এই সময়ে প্রাণহানি হল ৬৩ জনের৷ মোট আক্রান্তের সংখ্যা ৬,৭৩,১৬৫৷ মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৪,০৯,০৮২৷ আরোগ্যের হার ৬০.৭৭ শতাংশ৷ আন্তর্জাতিক সমীক্ষায় সংক্রমণের নিরিখে ভারতের স্থান এখন তৃতীয়৷ মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরেই৷ মোট প্রাণহানির সংখ্যা ১৯,২৬৮ জন৷ আক্রান্তের সংখ্যায় পশ্চিমবঙ্গকে টপকে ষষ্ঠ ও সপ্তম স্থানে চলে এসেছে তেলেঙ্গানা ও কর্নাটক৷ অন্ধ্রপ্রদেশে কম বয়সীদের মধ্যেও আক্রান্ত হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে৷ তামিলনাড়ুতে গত ২৪ ঘণ্টায় ৪,২০০ জন আক্রান্ত হলেন৷ বেঙ্গালুরুতে একটানা ৩৩ ঘণ্টা কঠোর লকডাউন ঘোষণা করা হল৷

 

 

বিবিধ

  • মধ্যপ্রদেশে দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় অষ্টম স্থান পেলেন রোশনী ভাদৌরিয়া৷ ভিন্ড জেলার আজনোল গ্রামের মেয়ে রোশনী রোজ ২৪ কিমি সাইকেল চালিয়ে স্কুলে যাতায়াত করেন৷ ৯৮.৭৫ শতাংশ নম্বর পেয়েছে সে৷
  • জুন মাসে দেশে জিএসটি সংগ্রহ হয়েছে ৯০,৯১৭ কোটি টাকার৷ এপ্রিল ও মে মাসে তা ছিল যথাক্রমে ৩২,২৯৪ এবং ৬২,০০৯ কোটি টাকা৷
  • দেশের প্রথম সোশ্যাল মিডিয়া সুপার অ্যাপ ‘এলিমেন্টস’-এর উদ্বোধন করলেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু৷

 

খেলা

  • দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন কুইন্টন ডি কক৷ অনলাইনে এই পুরস্কার দেওয়া হল৷ এই নিয়ে দ্বিতীয়বার পুরস্কারটি পেলেন তিনি৷
  • জার্মান কাপ চ্যাম্পিয়ন হল বায়ার্ন মিউনিখ৷ এই নিয়ে ২০ বার এই খেতাব জিতল তারা৷ এবার বুন্ডেশলিগাও জয় করেছে তারা৷ টানা ২৬ ম্যাচ অপরাজিত রয়েছে বায়ার্ন৷ জোড়া খেতাব জিতল ১৩ বার৷
  • সিরি এ-তে সবথেকে বেশি ম্যাচ (৬৪৮) খেলার রেকর্ড করলেন গিয়ানলুইগি বুঁফো৷ তিনি ভাঙলেন পাওলো মালদিনির ৬৪৭টি ম্যাচ খেলার রেকর্ড৷ এদিন জুভেন্তাসের হয়ে ফ্রি কিকে তোরিনোর বিরুদ্ধে গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ ১৯৬০-৬১ মরসুমের পর কেউ জুভেন্তাসের হয়ে এক মরসুমে ২৫টি গোল করলেন৷

 

 

 

 

লাইভ টিভি দেখুন : https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল