পাওয়ার গ্রিডে ৯৩ অ্যাপ্রেন্টিস

1139
0
Apprentice Recruitment

পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডের নর্দার্ন রিজিয়নে ৯৩ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী৷

ট্রেড অনুযায়ী শূন্যপদ ও যোগ্যতা: গ্র্যাজুয়েট ইলেক্ট্রিক্যাল: শূন্যপদ ২০, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিই/ বিটেক৷

গ্র্যাজুয়েট সিভিল: শূন্যপদ ৫, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিই/ বিটেক৷

ডিপ্লোমা ইলেক্ট্রিক্যাল: শূন্যপদ ২৫, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা৷

ডিপ্লোমা সিভিল: শূন্যপদ ১০, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা৷

ডিপ্লোমা অফিস ম্যানেজমেন্ট: শূন্যপদ ৮, অফিস ম্যানেজমেন্টে ডিপ্লোমা পাশ৷

অ্যাসিস্ট্যান্ট এইচআর: শূন্যপদ ৫, বিএ/ বিবিএ৷

আইটিআই ইলেক্ট্রিক্যাল: শূন্যপদ ২০, ইলেক্ট্রিশিয়ান ট্রেডে আইটিআই৷

স্টাইপেন্ড: ইলেক্ট্রিক্যাল ও সিভিল গ্র্যাজুয়েট ট্রেডের ক্ষেত্রে প্রতি মাসে স্টাইপেন্ড ১৫০০০ টাকা, ইলেক্ট্রিশিয়ান আইটি ট্রেডের ক্ষেত্রে ১১০০০ টাকা ও বাকি ট্রেডগুলির ক্ষেত্রে ১২০০০ টাকা৷

আবেদনের পদ্ধতি: www.powergridindia.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ ওয়েবসাইটের ‘Careers’ সেকশন থেকে ‘Rolling Advertisement For Engagement of Apprentices’ লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ১২ জুলাই পর্যন্ত৷ http://www.powergridindia.com/sites/default/files/Notification.pdf লিঙ্কে গিয়ে নোটিসটি দেখতে পারবেন৷

 

 

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল