কারেন্ট অ্যাফেয়ার্স ৮ জুলাই ২০২০

601
0

আন্তর্জাতিক

  • মার্কিন যুক্তরাষ্ট্রে ১ দিনে ৬০ হাজার জন আক্রান্ত হলেন করোনায়৷ সেখানে মোট ৩১ লক্ষ জন সংক্রমিত হয়েছেন৷ ব্রাজিল ও মার্কিন যুক্তরাষ্ট্র মিলে প্রতিদিন ১ লক্ষ জন আক্রান্ত হচ্ছেন৷ এরই মধ্যে আগস্ট মাস থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য আবেদন জানালেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প৷ পাকিস্তানে ২ লক্ষ ৩৮ হাজার জন সংক্রমিত হয়েছেন করোনায়৷ বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ১,২০,৬৬,৯৮৭৷ মোট প্রাণহানি হয়েছে ৫,৪৯,১৪৬ জনের৷
  • চরবৃত্তির অভিযোগে পাক কারাগারে বন্দি ভারতীয় নাগরিক কূলভূষণ যাদব নিজেই নাকি পাক সামরিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা করতে চান না বলে দাবি করল পাকিস্তান৷ প্রসঙ্গত, আন্তর্জাতিক আদালতের ১০ জন বিচারপতির প্যানেল আগেই জানিয়েছিল, কূলভূষণকে কূটনৈতিক সহযোগিতা না দিয়ে ভিয়েনা চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান৷ ভারত এই ঘটনাকে প্রহসন বলে মন্তব্য করেছে৷

 

জাতীয়

  • দেশে পরপর ৬ দিন প্রত্যহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ হাজার জন৷ গত ২৪ ঘণ্টায় ২২,৭৫২ জন এই সংক্রমণে আক্রান্ত হয়েছেন এবং ৪৮২ জন প্রাণ হারিয়েছেন৷ মোট আক্রান্তের সংখ্যা ৭,৪২,৪১৭৷ মোট জীবনহানি হয়েছে ২০,৬৪২ জনের৷ মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, গুজরাট ও উত্তরপ্রদেশে মোট আক্রান্তের সংখ্যা ৫ লক্ষাধিক৷
  • রাজীব গান্ধী ফাউন্ডেশন, রাজীব গান্ধী চ্যারিটেবল ট্রাস্ট ও ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্টের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার৷ আয়কর ফাঁকি, বিদেশি অনুদান, অর্থ তছরুপের ঘটনা ঘটেছে কিনা তা নিয়ে তদন্ত হবে৷
  • ফেসবুক, ইনস্ট্রাগ্রাম সহ ৮০টি মোবাইল অ্যাপ সেনাবাহিনীর সদস্যদের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হল৷

 

বিবিধ

  • অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটিগুলির মধ্যে অন্যতম অক্সফোর্ড ইউনিয়নে বক্তব্য পেশ করার জন্য আমন্ত্রণ পেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
  • ২ এপ্রিল থেকে ৭ জুলাইয়ের মধ্যে রেকর্ডসংখ্যক ২৪৪৬টি পার্সেল ট্রেন চালানো গেছে বলে জানাল দক্ষিণ-পূর্ব রেল৷
  • মুম্বইয়ের চলচ্চিত্র অভিনেতা সৈয়দ ইস্তিয়াক আমেদ জাফরি (৮১) প্রয়াত হলেন৷ তিনি পরিচিত ছিলেন জগদীপ নামে৷ ৪০০-র বেশি ছবিতে অভিনয় করেছিলেন তিনি৷

 

খেলা

  • সাউদাম্পটনে ১১৭ দিন পর আন্তর্জাতিক ক্রিকেট শুরু হল৷ ম্যাচ শুরুর আগে আম্পায়ার এবং ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা হাঁটু মুড়ে বর্ণবিদ্বেষকে ধিক্কার জানালেন৷ বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১ উইকেটে ইংল্যান্ড দলের সংগ্রহ ৩৫ রান৷
  • আগস্ট মাসে জাপানে ফুটবল ও বেসবল ম্যাচে সর্বোচ্চ ৫ হাজার দর্শককে স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতি দিল সে দেশের প্রশাসন৷

 

 

লাইভ টিভি দেখুন : https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল