মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে একাধিক পরীক্ষার আবেদনের জন্য সময়সীমা পুনরায় আরেকবার বাড়ানো হল। বিজ্ঞপ্তি নম্বর ০১/২০২০ থেকে শুরু করে বিজ্ঞপ্তি নম্বর ১২/২০২০ সমস্ত পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।
ইতিমধ্যে আরও তিনবার এই বিজ্ঞপ্তিগুলির মাধ্যমে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছিল। কোভিড -১৯ সংক্রমণের জন্য লকডাউন পরিস্থিতিতে ফের একবার আবেদনের সময়সীমা বাড়িয়ে ৩১ আগস্ট, ২০২০ হল। নির্দিষ্ট আবেদনের ভিত্তিতে আবেদন ফি জমা দেওয়া যাবে ১ সেপ্টেম্বর পর্যন্ত। পুরো আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে ২ সেপ্টেম্বর মধ্যে।
এই সংক্রান্ত বিজ্ঞপ্তি লিঙ্ক : https://www.mscwb.org/
যাঁরা আবেদন করেননি, এখন করতে চান তাঁদের জন্য নিয়োগের খাবারগুলির লিঙ্ক : –
১) ৮৫৮ জন ‘কনজার্ভেন্সি মজদুর’ নেবে কলকাতা পুরসভা (কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন)। এই নিয়োগের Advertisement No 11 of 2020. বাংলা ও ইংরেজি সহ মাতৃভাষা (হিন্দি, উর্দু, নেপালি, ওড়িয়া) লিখতে-পড়তে জানা পুরুষ-মহিলারা ১-১-২০২০ তারিখের হিসাবে ১৮ থেকে ৪০-এর মধ্যে বয়স হলে আবেদন করতে পারেন। এব্যাপারে আমাদের বিস্তারিত খবরের লিঙ্ক: https://jibikadishari.co.in/?p=15055
২) কলকাতা পুরসভার ৭৯ জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল, ইলেক্ট্রিক্যাল) ও সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল) নিয়োগ করা হবে। আমাদের বিস্তারিত খবরের লিঙ্ক: https://jibikadishari.co.in/?p=15090
৩) কলকাতা পুরসভায় ২৫ জন ফিল্ড ওয়ার্কার ও জেনারেল ডিউটি অ্যাটেন্ড্যান্ট নিয়োগ করা হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর: ০৯/২০২০। যোগ্যতা: সরকার স্বীকৃত কোনো স্কুল থেকে অষ্টম শ্রেণি পাশ। আমাদের বিস্তারিত খবরের লিঙ্ক: https://jibikadishari.co.in/?p=15070
৪) কলকাতা পুরসভার বিভিন্ন শৌচাগার পরিষ্কার করা ও রাস্তাঘাটে পশুদের বিভিন্ন নোংরা পরিষ্কার করার কাজে ৯০ জন পরিবেশবন্ধু ও রাস্তাঘাটে ছোট-বড় পশুপাখির মৃতদেহ সরিয়ে নিয়ে যাবার কাজের ৩ জন ডোম নেওয়া হবে। এই নিয়োগের Advertisement No 12 of 2020. দুই পদের জন্যই শারীরিক ভাবে উপযুক্ত ও সক্ষমতা থাকা এবং বাইরের কাজে সহজ স্বচ্ছন্দ দক্ষতা থাকা দরকার। পুরুষ, মহিলা সকলেই আবেদন করতে পারেন। আমাদের বিস্তারিত খবরের লিঙ্ক: https://jibikadishari.co.in/?p=15059
লাইভ টিভি দেখুন : https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল
KMC, KMC Exam, KMC notification