রাঁচির ফরেস্ট প্রোডাক্টিভিটি ইনস্টিটিটউটে ২০ এলডিসি, ফরেস্ট গার্ড ও এমটিএস নিয়োগ

1630
0
Central Govt Job, Government Job, Group C Job, Central Government Recruitment

ইন্ডিয়ান কাউন্সিল অব ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশনের অধীন ইনস্টিটিউট অব ফরেস্ট প্রোডাক্টিভিটি (রাঁচি)-তে ২০ জন লোয়ার ডিভিশন ক্লার্ক, ফরেস্ট গার্ড ও মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ করা হবে৷ বিজ্ঞপ্তি নম্বর: IFP/2020-I. ফাইল নম্বর: EST-III-126/2020-21/507. নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন৷

শূন্যপদ: লোয়ার ডিভিশন ক্লার্ক: ১ (অসংরক্ষিত)৷ ফরেস্ট গার্ড: ৬ (অসংরক্ষিত ৫, ওবিসি ১)৷ মাল্টি টাস্কিং স্টাফ: ১৩ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ২, ওবিসি ৬, ইডব্লুএস ২)৷

যোগ্যতা ও বয়সসীমা: লোয়ার ডিভিশন ক্লার্ক: দ্বাদশ শ্রেণি পাশ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ বা হিন্দিতে প্রতি মিনিটে ২৫ শব্দের গতিতে টাইপিং স্পিড ম্যানুয়াল টাইপরাইটারে অথবা ইংরেজিতে প্রতি মিনিটে ৩৫ শব্দের গতিতে বা হিন্দিতে প্রতি মিনিটে ৩০ শব্দের গতিতে কম্পিউটারে টাইপিং স্পিড৷ বয়স হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে৷

ফরেস্ট গার্ড: বিজ্ঞান সহ দ্বাদশ শ্রেণি পাশ সঙ্গে ফরেস্ট্রি ট্রেনিং কোর্স করে থাকতে হবে৷ বয়স হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে৷ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড: পুরুষ প্রার্থীদের ৪ ঘণ্টায় ২৫ কিলোমিটার হাঁটতে হবে, উচ্চতা অন্তত ১৬৫ সেন্টিমিটার, বুকের ছাতি না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৭৯ ও ৮৪ সেন্টিমিটার৷ মহিলা প্রার্থীদের ৪ ঘণ্টায় ১৪ কিলোমিটার হাঁটতে হবে, উচ্চতা অন্তত ১৫০ সেন্টিমিটার, বুকের ছাতি না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৭৪ ও ৭৯ সেন্টিমিটার৷ তপশিলি উপজাতির পুরুষ ও মহিলারা নিয়ম অনুযায়ী শারীরিক মাপজোকের ক্ষেত্রে ছাড় পাবেন৷

মাল্টি টাস্কিং স্টাফ: দশম শ্রেণি পাশ, সংশ্লিষ্ট ট্রেডে তিন বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়৷ বয়স হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে৷

প্রসঙ্গত, বয়স ধরা হবে ১১ সেপ্টেম্বর ২০২০ তারিখের হিসেবে এবং সবক্ষেত্রেই সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে৷ www.ifp.ictre.gov.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে৷ পূরণ করা আবেদনপত্র পাঠাতে হবে The Director, Institute of Forest Productivity, Lalgutwa, NH 23, Gumla Road, Ranchi-853303 (Jharkhand) ঠিকানায়৷ পূরণ করা আবেদনপত্র পৌঁছতে হবে আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে৷

 

 

লাইভ টিভি দেখুন:    https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল