আন্তর্জাতিক
- বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬৩৩৪১৪০ জন৷ প্রাণহানির সংখ্যা ৬৫০৪৩৭৷ মার্কিন যুক্তরাষ্ট্রে টানা ১২ দিন প্রত্যহ ৬০ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন৷ মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ব্রিটেন, মেক্সিকোয় মোট প্রাণহানি হয়েছে যথাক্রমে দেড় লক্ষ, সাড়ে ৮৬ হাজার, ৪৫ হাজার ও ৪৩ হাজার জনের৷ উত্তর কোরিয়াতেও নতুন সংক্রমণের খবর জানা গেছে৷
- সামুদ্রিক হারিকেন ঝড় ‘হ্যানা’ আছড়ে পড়ল মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস উপকূলে৷ স্থলভাগে এর গতিবেগ ছিল ঘণ্টায় ১৪৫ কিলোমিটার৷
জাতীয়
- কার্গিল সংঘর্ষ জয়ের ২১ তম বার্ষিকী পালিত হল৷ এদিন মন কি বাত অনুষ্ঠানে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সেখানে তিনি বলেন, ‘যুদ্ধে জয় পরাজয় ঠিক করে দেয় সেনার মানসিকতা ও বীরত্ব’৷
- দেশে মোট কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন ১৩৮৫৫২২ জন৷ মোট প্রাণহানির সংখ্যা ৩২০৬৩৷ গত ২৪ ঘণ্টায় ৪৮৬৬১ জন আক্রান্ত হয়েছেন৷ এখনও পর্যন্ত দেশে ১ কোটি ৬২ লক্ষাধিক নমুনা পরীক্ষা হয়েছে৷ দক্ষিণের ৪ রাজ্যে দ্রুত বাড়ছে সংক্রমণ৷ পশ্চিমবঙ্গে ৫৮৭১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ সক্রিয় রোগী ১৯৫৯৫ জন৷ রাজ্যে করোনায় এবং কো মর্বিডিটিতে মৃতের সংখ্যা যথাক্রমে ১৩৭২ ও ১১৭৪৷
- দিল্লিতে যান নিয়ন্ত্রণের সময় একটি বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার (ট্রাফিক) সঙ্কেত কৌশিকের (৫৮)৷
বিবিধ
- খ্রিস্ট পূর্ব ৪৩০ অব্দে এথেন্সে মহামারীর প্রাদুর্ভাব দেখা গিয়েছিল৷ কয়েককোটি মানুষ মারা গিয়েছিলেন তাতে৷ প্রস্তর যুগ এবং তার আগেও মহামারী দেখা গিয়েছিল৷ জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের গবেষকরা প্রাচীন মানবের দাঁতের ভিতর থেকে উদ্ধার করা ডিএনএ বিশ্লেষণ করে এই তথ্য পেয়েছেন৷ প্যাথোজেন অর্থাৎ জীবাণুর ইতিহাস জানার এই শাখাটিকে বলা হচ্ছে প্যালিয়োজোনোমিক্স৷
- কবি বিজয়া মুখোপাধ্যায় (৮৪) প্রয়াত হলেন৷ সংস্কৃত ভাষায় তাঁর দখল ছিল অসামান্য৷ তাঁর রচিত কয়েকটি কাব্যগ্রন্থ হল ‘যদি শত্রুহীন’, ‘উড়ন্ত নামাবলী’, ‘দাঁড়াও তর্জনী’ প্রভৃতি৷ ‘বিভাষা’ পত্রিকা তিনি সম্পাদনা করেছেন দীর্ঘদিন৷
খেলা
- ম্যাঞ্চেস্টার টেস্টে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস শেষ হল ১৯৭ রানে৷ ইংল্যান্ড ২ উইকেটে ২২৬ রান তুলে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দিল৷ ৩৯৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ২ উইকেট খুইয়ে ১০ রান তুলল ওয়েস্ট ইন্ডিজ৷ ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড ৪৫ বলে ৬২ রান করা ছাড়াও এখনও পর্যনন্ত ২ ইনিংসে ৮ উইকেট সংগ্রহ করেছেন৷
- ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম ৪টি স্থান পেল লিভারপুল, ম্যাঞ্চেস্টার সিটি, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং চেলসি৷ তারা চ্যা্পিয়ন্স লিগেও খেলবে৷
লাইভ টিভি দেখুন: https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল