দিল্লি পুলিশে ৫৮৪৬ কনস্টেবল নিয়োগ সারা দেশ থেকে

2928
0
WB Police Lady Constable Answer Key

দিল্লি পুলিশে ৫৮৪৬ পুরুষ ও মহিলা কনস্টেবল (এগজিকিউটিভ)নিয়োগ করা হবে৷ সারা দেশ থেকে প্রার্থী বাছাইয়ের পরীক্ষা নেবে স্টাফ সিলেকশন কমিশন৷ এই বিজ্ঞপ্তির এফনম্বর: 3/2/2020-P&P-I.

যোগ্যতা: সিনিয়র সেকেন্ডারি পাশ৷ পুরুষদের ক্ষেত্রে হালকা যান (বাইসাইকেল বা গাড়ি) চালানোর বৈধ লাইসেন্স (এলএমভি) থাকতে হবে। যোগ্যতা সম্পূর্ণ হলে তবেই আবেদন করা যাবে৷ শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ৭ সেপ্টেম্বর ২০২০ তারিখের মধ্যে৷

বেতনক্রম: পে লেভেল ৩ অনুযায়ী মূল বেতন ২১৭০০-৬৯১০০ টাকা৷

বয়সসীমা: ১ জুলাই ২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে (জন্মতারিখ ২ জুলাই ১৯৯৫ থেকে ১ জুলাই ২০০২-এর মধ্যে)৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাইয়ের জন্য থাকবে প্রথমে কম্পিউটার ভিত্তিক ১০০ নম্বরের পরীক্ষা, কলকাতা-হুগলি-শিলিগুড়ি সহ দেশের বিভিন্ন শহরে। তাতে সফল হলে শারীরিক সক্ষমতা ও মাপজোকের পরীক্ষা (ফিজিক্যাল এফিশিয়েন্সি অ্যান্ড মেজারমেন্ট)। সেই পরীক্ষা হবে দিল্লিতে। শারীরিক পরীক্ষাতেও সফল হতেই হবে যদিও তার কোনো নম্বর মেধাতালিকার জন্য যোগ হবে না। সবশেষে চূড়ান্ত সফলদের ডাক্তারি পরীক্ষা ও ডকুমেন্ট ভেরিফিকেশনও আছে।

কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে অবজেক্টিভ টাইপের ১০০ প্রশ্নের, ১০০ নম্বরের, সময় ৯০ মিনিট। তাতে থাকবে পার্ট-এ জেনারেল নলেজ/ কারেন্ট অ্যাফেয়ার্স (৫০ প্রশ্ন, ৫০ নম্বর), পার্ট-বি রিজনিং (২৫ প্রশ্ন, ২৫ নম্বর), পার্ট-সি নিউমেরিক্যাল এবিলিটি (১৫ প্রশ্ন, ১৫ নম্বর), পার্ট-ডি কম্পিউটার ফান্ডামেন্টালস, এমএসএক্সেল, এমএসওয়ার্ড, কমিউনিকেশন, ইন্টারনেট, ডব্লুডব্লুডব্লু, ওয়েব ব্রাউজার ইত্যাদি (১০ প্রশ্ন, ১০ নম্বর)। সিলেবাস আরও বিস্তারিত জানা যাবে নিচের ওয়েবসাইটে। পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে তার প্রিন্ট-আউট ব্যবহার করতে হবে, আলাদা কিছু দেওয়া হবে না।

শারীরিক মান: পুরুষদের উচ্চতা হতে হবে ১৭০ সেমি, বুকের ছাতি অন্তত ৪ সেমি ফোলানোর ক্ষমতা সহ ৮১-৮৫ সেমি৷ উচ্চতা, ছাতি দুক্ষেত্রেই তপশিলি উপজাতি ও পার্বত্যাঞ্চলের বাসিন্দারা ৫ সেমি ছাড় পাবেন৷ মহিলাদের কেবল উচ্চতা হতে হবে ১৫৭ সেমি, তপশিলি উপজাতি ও পার্বত্যাঞ্চলের বাসিন্দারা ২ সেমি ছাড় পাবেন৷ শরীর-স্বাস্থ্য সম্পূর্ণ সুঠাম হতে হবে৷

আবেদনের ফি: ১০০ টাকা৷ ভিম ইউপিআই/ নেট ব্যাঙ্কিং/ ভিসা/ মাস্টার কার্ড/ ম্যাস্ট্রো/ রুপে ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে ফি দেওয়া যাবে৷ তপশিলি জাতি/ উপজাতি, প্রাক্তন সেনাকর্মী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না৷

আবেদনের পদ্ধতি: http://ssc.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত৷

আবেদনের জন্য বিভিন্ন কোড নম্বর সহ অন্যান্য প্রাসঙ্গিক তথ্য পাবেন https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_CEDP_01082020.pdf লিঙ্কে মূল বিজ্ঞপ্তিতে৷

 

 

লাইভ টিভি দেখুন:         https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল