কারেন্ট অ্যাফেয়ার্স ৪ আগস্ট ২০২০

799
0

আন্তর্জাতিক

  • লেবাননের রাজধধানী বেইরুটে প্রবল বিস্ফোরণে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে৷ জখম হয়েছেন কমপক্ষে ২৭০০ জন৷ এটি দুর্ঘটনা না নাশকতা তা জানা যায়নি৷ প্রসঙ্গত, ২০০৫ সালে লেবাননে প্রাক্তন প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যাকাণ্ডের মামলার রায় বেরবে ৩ দিন পর৷ তার আগে এটি অস্থিরতা বৃদ্ধির চেষ্টা বলে মনে করছেন অনেকে৷
  • মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্লেনো সিটিতে খুন হলেন বাঙালি গবেষক শর্মিষ্ঠা সেন (৪৩)৷ সকালে স্থানীয় পার্কে জগিং করতে গিয়েছিলেন তিনি৷ মলিকিউলার বায়োলজির গবেষক শর্মিষ্ঠা ডাকাত দলের শিকার হতে পারেন বলে মনে করছে পুলিশ৷
  • বিশ্বে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৭ লক্ষ স্পর্শ করল (৭,০১,১৯৩)৷ আক্রান্ত হয়েছেন ১,৮৫,৯৯,৩৪৩ জন৷ মোট সংক্রমণ সংখ্যায় ইউরোপ ও এশিয়াকে ছাপিয়ে গেল  লাতিন আমেরিকা (৫০ লক্ষাধিক)৷

 

জাতীয়

  • ২০১৯ সালের ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান পেলেন প্রদীপ সিং (২৯)৷ হরিয়ানার সোনেপতেতরর একটি কৃষক পরিবারের সদস্য তিনি৷ পাটনার প্রদাপ সিং নামে অপর এক যুবক ২৬তম স্থান পেয়েছেন৷ তাঁর বাবা একটি পেট্রোল পাম্পের কর্মী৷ প্রথম কুড়ির মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের রোনক আগরওয়াল এবং নেহা বন্দ্যোপাধ্যায়৷
  • দেশে মোট কোভিভ-১৯ সংক্রমণের ৬৬ শতাংশই হয়েছে ৫০টি জেলায়৷ দেশে মোট জেলার সংখ্যা প্রায় ৬৫০৷ দেশে করোনা ভাইরাসে মৃত্যুর হার নেমে এসেছে ২.১০ শতাংশে৷ দেশে মোট আক্রান্তের সংখ্যা ১৮৫৫৭৪৫৷ সুসস্থ হয়েছেন ১২,৩০,৫০৯ জন৷৷ গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস সংক্রমণ এবং মৃত্যু দুটি সংখ্যাতেই (৫২,০৫০ এবং ৮০৩) বিশ্বে প্রথম নাম ভারত৷ তবে দেশে সংক্রমণের হার সামান্য হলেও কমেছে৷ বর্তমানে দেশে অ্যাক্টিভ রোগীর (৫.৮৬) দ্বিগুণ সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা৷ এদিকে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও ইস্পাত মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়াও করোনায় আক্রান্ত হলেন৷

 

বিবিধ

  • লেখক-অনুবাদক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় (৮২) প্রয়াত হলেন৷ যাদবপুর  বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যের প্রাক্তন অধ্যাপক তিনি৷ জুলে ভার্ন, এডগার এলান পো সহ বহু লেখকের বিশেষত কল্পবিজ্ঞানের এবং লাতিন আমেরিকা, পূর্ব ইউরোপের সাহিত্য সম্ভারকে বাংলা ভাষায় তুলে ধরেছিলেন তিনি৷ কোভিড-১৯ সংক্রমণ হয়েছিল তাঁর৷

 

 

খেলা

  • স্পেনের কিংবদন্তী ফুটবলার ইকের ক্যাসিয়াস পেশাদার ফুটবল থেকে অবসর নিলেন৷ ৩৯ বছর বয়সী এই গোলরক্ষকের কেরিয়ার ২১ বছরের৷ স্পেনের প্রাক্তন অধিনায়ক তিনি৷ দেশের হয়ে ১৬৭টি ম্যাচ খেলেছিলেন৷ ২০১০ সালে বিশ্বকাপ এবং ২০০৮ ও ২০১২ সালে ইউরো কাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি৷ রিয়াল মাদ্রিদে ১৬ বছরে ৭২৫ ম্যাচ খেলেছিলেন৷ সেখানে ক্লাব বিশ্বকাপ ছাড়াও ৫ বার লা লিগা, ২ বার কোপা দেলরে, ৪ বার সুপার কোপা, ৩ বার চ্যাম্পিয়ন লিগ, ২ বার উয়েফা সুপার কাপ জিতেছিলেন৷ ২০১৫ সালে পোর্তো ক্লাবে যোগ দেন৷ পোর্তের হয়ে ২ বার পর্তুগিজ লিগ জেতেন কাসিয়াস৷ গত বছর হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর আর খেলোয়াড় হিসাবে মাঠে দেখা যায়নি তাঁকে৷
  • একদিনের আন্তর্জাতিক ম্যাচে ইংল্যান্ডের ৩২৯ রান তাড়া করে জয়ী হল আয়ারল্যান্ড৷ ৯ বছর পর ইংল্যান্ডকে হারাল তারা৷

 

 

 

লাইভ টিভি দেখুন:    https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল