আন্তর্জাতিক
- চিনে এক শিক্ষিকাকে মৃত্যুদণ্ড দিল আদালত। ২০১৯ সালের মার্চ মাসে জিয়াওজুও শহরে কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষিকা ওয়াংইউন এক সহকর্মীর সঙ্গে বচসার জেরে শিশুদের খাবারে সোডিয়াম নাইট্রাইল মিশিয়ে দিয়েছিল। খাদ্যে বিষক্রিয়ায় অনেক শিশুই অসুস্থ হয়ে পড়ে, একজনের মৃত্যু হয়।
- মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে বিষাক্ত রাইসিন মাখানো চিঠি পাঠিয়ে গ্রেপ্তার হয়েছিলেন কানাডার নাগরিক, বছর ৫৩-এর পাস্কেল সেসিল ভেরোনিক ফেরিয়ের। এই মহিলার কাছ থেকে ৩০০ রাউন্ড বুলেটও বাজেয়াপ্ত করেছে পুলিশ। তাকে মার্কিন বিচারবিভাগীয় হেফাজতেই রাখার নির্দেশ দিল নিউইয়র্কের আদালত।
- বিশ্ব মোট ৩,৩৭,১৭,৬৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। প্রাণহানি হয়েছে ১০,০৯,২৬৮ জনের। সুস্থ হয়ে উঠেছেন আড়াই কোটি মানুষ (২,৫০,২৬,২১৬)।
জাতীয়
- উত্তরপ্রদেশে চরমভাবে লাঞ্ছিত দলিত তরুণীর মৃত্যু হল। হাথরাসের এই তরুণীর পা ভেঙে, জিভ কেটে, আরও নানা পাশবিক অত্যাচার চালানো হয়েছিল। গত ১৫ দিন তিনি ছিলেন চিকিৎসাধীন। মৃত্যুর আগেই প্রায় পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও মৃতদেহ পুলিশ রাতের অন্ধকারেই দাহ করেছে।
- দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত হয়েছেন ৭,০৫,৮৮৯ জন। গত ১৭ সেপ্টেম্বর ৯৩,১৯৯ জন আক্রান্ত হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে সংক্রমণ কমছে। পরীক্ষার সংখ্যা বাড়লেও সংক্রমণ ঊর্ধ্বমুখী নয়, গত ২৪ ঘণ্টায় কোভিড ১১,২০০ জনের পরীক্ষা হয়েছে। দেশে মোট সংক্রমিত ৬১,৪৫,২৯১ জন। প্রাণহানি হয়েছে ৯৬,৩১৮ জনের। বর্তমানে মহারাষ্ট্র, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ কেরল, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, ওড়িশা, তেলেঙ্গনা, দিল্লি ও পশ্চিমবঙ্গে সক্রিয় করোনা রোগীর সংখ্যা যথাক্রমে ২,৬৫,০৩৩, ১,০৪,০৩৮, ৬৩,১১৬, ৬১,৭৯১, ৫৩,৯৫৩, ৪৬,২৮১, ৩৭,২১৬, ২৯,৪৭৭, ২৭,১২৩ এবং ২৫,৮৯৯।
বিবিধ
- ডুডুলে ছবি দিয়ে জোহরা সেহগলকে শ্রদ্ধা জানাল গুগল। কানচলচ্চিত্র উৎসবে ‘পম দ্য ওর’ পুরস্কার পাওয়া একমাত্র ভারতীয় ছবি ‘নীচা নগর’ (১৯৪৬)-এ অভিনয় করেছিলেন তিনি।
- লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের সাহায্য করায় অভিনেতা সোনি সুদকে হিউম্যানিটেরিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ড দিল রাষ্ট্রসঙ্ঘ।
খেলা
- ফরাসি ওপেনের প্রথম রাউন্ডে জয়লাভ করলেন নোভাক জকোভিচ ও রাফায়েল নাদাল।
- ‘কিং অব ক্লে’ নাদাল এই প্রতিযোগিতায় জিতলে রজার ফেডেরারের সর্বোচ্চ ২০টি গ্র্যান্ডস্ল্যামের খেতাব স্পর্শ করবেন। সর্বাধিক ১৩ বার ফরাসি ওপেন জেতার নজিরও গড়বেন তিনি।
লাইভ টিভি দেখুন: https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল