স্পোর্টস অথরিটিতে ১০৯ ফিজিওথেরাপিস্ট ও কন্ডিশনিং এক্সপার্ট নিয়োগ

1160
0
SAI Recruitment 2023

পোর্স্টস অথরিটি অব ইন্ডিয়াতে ১০৯ জন স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং এক্সপার্ট ও ফিজিওথেরাপিস্ট নিয়োগ করা হবে। এই নিয়োগের এফ নম্বর: 1(10)/SAI/SS/2020-21.

শূন্যপদ: স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং এক্সপার্ট: ৬২, ফিজিওথেরাপিস্ট: ৪৭।

যোগ্যতা: স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং এক্সপার্ট: স্পোর্টস অ্যান্ড এক্সারসাইজ সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি অথবা স্পোর্টস সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি অথবা স্পোর্টস কোচিং অ্যান্ড এক্সারসাইজ সায়েন্সে ব্যাচেলর।

ফিজিওথেরাপিস্ট: ফিজিওথেরাপিতে মাস্টার ডিগ্রি সঙ্গে ফিজিওথেরাপিস্ট হিসেবে অন্তত তিন বছরের অভিজ্ঞতা।

বয়সসীমা: ২১ অক্টোবর ২০২০ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৪৫ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে, তারপর ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের পদ্ধতি: http://sportsauthorityofindia.nic.in/saijobs লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করা যাবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ২১ অক্টোবর বিকাল ৫টা পর্যন্ত।

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল