এক-এক করে প্রায় প্রতিটি জেলাতেই বা বলা যেতে পারে ফরেস্ট ডিভিশনে বন সহায়ক কর্মী নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া সুর হয়েছে বা হবে। বন বিভাগের থেকে কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে ইন্টারভিউ-এর ব্যাপারে।
প্রার্থীরা যেদিন ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন, সেদিন প্রয়োজনীয় সমস্ত নথির অরিজিনাল কপি সঙ্গে নিয়ে যাবেন। সঙ্গে রাখবেন একটি বল পেন, একটি রাইটিং বোর্ড।
বন বিভাগের মোট পাঁচটি ডিভিশন রয়েছে। প্রেসিডেন্সি, মেদিনীপুর, বর্ধমান, মালদা ও জলপাইগুড়ি ডিভিশন। প্রতিটি ডিভিশনে আগামী ২ মাস ব্যাপী আলাদা ভাগে ইন্টারভিউ প্রক্রিয়া চলবে। পূর্ব মেদিনীপুর ডিভিশনের জন্য ১৩, ১৪ ও ১৫ অক্টোবরের ইন্টরভিউয়ে ডাক পাওয়া প্রার্থীদের তালিকাও প্রকাশ করা হয়েছে। প্রার্থীদের তালিকার লিংক – http://purbamedinipur.gov.in/recruitment-new.htm
জলপাইগুড়ি ডিভিশনে প্রাথীদের বাড়িতে কল লেটার পাঠানো হচ্ছে। প্রেসিডেন্সি ডিভিশনে প্রার্থীদের ফোনে কল করে নেওয়া হচ্ছে, পরবর্তীকালে ফোনে এসএমএস বা ই-মেল পাঠিয়ে দেওয়াও হচ্ছে।
লাইভ টিভি দেখুন: https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল