কলকাতা পুলিশে ৩৫ মেডিকেল স্টাফ

2582
0
Jhargram Recruitment 2024

কলকাতা পুলিশ হাসপাতালে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে ৩৫ জন মেডিক্যাল অফিসার, সিস্টার-ইন-চার্জ, নার্স গ্রেড-টু, ফিজিওথেরাপিস্ট, ফার্মাসিস্ট, এক্স-রে টেকনিশিয়ান, ল্যাব টেকনিশিয়ান (প্যাথোলজি) ও ইসিজি টেকনিশিয়ান নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। এমপ্লয়মেন্ট নোটিস নম্বর: FRC/Recruit/KPH/01/2020.

শূন্যপদ: মেডিক্যাল অফিসার (স্পেশ্যালিস্ট): ৪, মেডিক্যাল অফিসার (জেনারেল ডিউটি): ৫, সিস্টার-ইন-চার্জ: ৮, নার্স গ্রেড-টু: ১০, ফিজিওথেরাপিস্ট: ২, ফার্মাসিস্ট: ২, এক্স-রে টেকনিশিয়ান: ১, ল্যাব টেকনিশিয়ান (প্যাথোলজি): ২, ইসিজি টেকনিশিয়ান: ১।

যোগ্যতা: মেডিক্যাল অফিসার (স্পেশ্যালিস্ট): সংশ্লিষ্ট শাখায় পোস্ট গ্র্যাজুয়েশন সঙ্গে মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া/ ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে।

মেডিক্যাল অফিসার (জেনারেল ডিউটি): এমবিবিএস সঙ্গে মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া/ ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে।

সিস্টার-ইন-চার্জ: বিএসসি নার্সিং এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নার্স অ্যান্ড মিডওয়াইফ হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে।

স্টাফ নার্স গ্রেড-টু: জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে।

ফিজিওথেরাপিস্ট, ফার্মাসিস্ট, এক্স-রে টেকনিশিয়ান, প্যাথোলজি (ল্যাব টেক), ইসিজি টেকনিশিয়ান: ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি সহ উচ্চমাধ্যমিক পাশ (১০+২) সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে মেডিক্যাল টেকনোলজিতে দু বছরের ডিপ্লোমা কোর্স।

পারিশ্রমিক: মেডিক্যাল অফিসার (স্পেশ্যালিস্ট) পদে ৫০০০০ টাকা, মেডিক্যাল অফিসার (জেনারেল ডিউটি) পদে ৪০০০০ টাকা, সিস্টার-ইন-চার্জ পদে ২১০০০ টাকা বাকি সবকটি পদে ১৮০০০ টাকা।

ইন্টারভিউয়ের তারিখ ও স্থান: মেডিক্যাল অফিসার (স্পেশ্যালিস্ট ও জেনারেল ডিউটি) পদে ইন্টারভিউ হবে আগামী ৩ নভেম্বর সকাল ১১টায়। বাকি সবকটি পদের জন্য ইন্টারভিউ হবে আগামী ৪ নভেম্বর সকাল ১১টায়। ইন্টারভিউ কেন্দ্রের ঠিকানা: Kolkata Police Hospital, 2, Beninandan Streer, Kolkata-700025.

 

http://kolkatapolice.gov.in/images/docs/frc_recruit_kph_01_2020.pdf লিঙ্কে হিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে।

 

 

 

লাইভ টিভি দেখুন:https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল