জেনারেল ইনশিওরেন্সে অ্যাকচুয়ারিয়াল অ্যাপ্রেন্টিস

1597
0
insurance-1

জেনারেল ইনশিওরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়াতে ৭ জন অ্যাকচুয়ারিয়াল অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে৷ নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন৷
বয়সসীমা: ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১-২৭ বছরের মধ্যে (জন্মতারিখ ৩০ সেপ্টেম্বর ১৯৯৩ থেকে ৩০ সেপ্টেম্বর ১৯৯৯)৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷
যোগ্যতা: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে সায়েন্সে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট (ম্যাথমেটিক্স বা স্ট্যাটিস্টিক্স মূল বিষয় হিসেবে থাকতে হবে) অথবা ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে কমার্সে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট (স্ট্যাটিস্টিক্স বা অ্যাকচুয়ারিয়াল সায়েন্স মূল বিষয় হিসাবে থাকতে হবে) অথবা ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে অ্যাকচুয়ারিয়াল সায়েন্সে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা৷
তপশিলি জাতি/ উপজাতির প্রার্থীরা নম্বরের ক্ষেত্রে ১০ শতাংশ ছাড় পাবেন৷
ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: ট্রেনিংয়ের সময়সীমা তিন বছর৷ ৭ বা ৮টি বিষয়ের ক্ষেত্রে ১৪০০০ টাকা, ৯ বা ১০টি বিষয়ের ক্ষেত্রে ১৫০০০ টাকা ও ১০-এর বেশি বিষয়ের ক্ষেত্রে ১৬০০০ টাকা স্টাইপেন্ড৷
প্রার্থী বাছাই পদ্ধতি: ইন্টারভিউ/ গ্রুপ ডিসকাশনের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷
আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে৷ পূরণ করা আবেদনপত্রের স্ক্যান করা কপি ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স মেল করতে হবে recruitment@gicofindia.com–এই ইমেল আইডিতে আগামী ২৫ অক্টোবরের মধ্যে৷
https://www.gicofindia.com/en/career-enলিঙ্কে গিয়ে আবেদনপত্রের বয়ান সহ বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে৷

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল