কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ অক্টোবর ২০২০

853
0
30th July Current Affairs

আন্তর্জাতিক

  • ‘করোনার চিকিৎসায় রেমডেসিভিয়ার ওষুধটির কোনো রকম কার্যকারিতা নেই।’ বিশ্বের ৩০টি দেশে ১১২৬৬ জন প্রাপ্ত বয়স্ক রোগীর ওপর পরীক্ষা চালিয়ে এই ফল প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। মার্কিন সংস্থা ‘গিলিয়ার্ড সাসেক্স’-এর তৈরি এই ওষুধটির ব্যবহারের ছাড়পত্র দিয়েছিল মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ কংন্ট্রোল অ্যাডমিনিস্ট্রেশন। এদিকে বিশ্বে কোভিড সংক্রমিত হয়েছেন ৩,৯৪,৭৪,৮৯৬ জন। এই সংক্রমণ ১১,০৬,৯২৬ জনের প্রাণ কেড়েছে।
  • পাকিস্তানে ইমরান খান সরকারকে ক্ষমতাচ্যুত করতে জোটবদ্ধ ভাবে আন্দোলন শুরু করল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) সহ প্রধান বিরোধী দলগুলি। এই আন্দোলনের নাম দেওয়া হয়েছে ‘পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট।’ এদিন গুজরানওয়ালার জিন্না স্টেডিয়ামে প্রথম জমায়েতটি অনুষ্ঠিত হল।

 

জাতীয়

  • দেশে করোনা-পূর্ববর্তী সময়ের ট্রেনের সময়সূচি আর ফিরবে না। মুম্বই আইআইটি-র পরামর্শে নতুন সময়সূচি তৈরি করা হচ্ছে। এক্ষত্রে ৩০০ প্যাসেঞ্জার ট্রেনকে এক্সপ্রেস ট্রেনে পরিবর্তিত করা, ৬০০ ট্রেন বাতিল করা ও ১০২০০টি হল্ট স্টেশন বাতিল করা হতে পারে। নতুন টাইম টেবল ১ ডিসেম্বর প্রকাশিত হতে পারে বলে জানানো হয়েছে রেলসূত্রে।
  • দেশে ৭৩,৭০,৪৬৮ জন কোভিড আক্রান্ত হয়েছেন। কোভিডে প্রাণহানি হয়েছে ১,১২,১৬১ জনের। টানা ৮ দিন ধরে দেশে অ্যাক্টিভ কোভিড রোগীর সংখ্যা রয়েছে ৯ লক্ষের নিচে। সুস্থতার হার ৮৭.৫৬ শতাংশ।

 

বিবিধ

  • রাষ্ট্র সংঘের খাদ্য ও কৃষি সংস্থান (এফএও) ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ভিডিও অনুষ্ঠানে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বছর নোবেল শান্তি পুরস্কার জিতেছে এফএও। এ ক্ষেত্রে একজন ভারতীয় তথা বাঙালি আইসিএস অফিসারের কৃতিত্ব স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। প্রয়াত আইসিএস অফিসার বিনয়রঞ্জন সেন ১৯৫৬ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত এফএও-এর ডিরেক্টর জেনারেল ছিলেন।
  • চিকিৎসাবিদ্যার প্রবেশিকা নিট–এ ৭২০-র মধ্যে ৭২০ পেয়ে নজির স্থাপন করল ওড়িশার শোয়েব আফতাব ও দিল্লির আকাঙ্ক্ষা সিং।
  • প্রয়াত হলেন বাচিক শিল্পী প্রদীপ ঘোষ। তিনি কোভিড সংক্রমিত হয়েছিলেন।

 

খেলা

  • আই লিগের বাছাই পর্বে চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হল কলকাতার মহমেডান স্পোর্টিংয়ের। ফলে তারা ২০২০-২১ মরসুমে আই লিগে খেলার সুযোগ পাবে। শেষবার ২০১৩-১৪ মরসুমে তারা আই লিগে খেলেছিল।

 

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল