পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি

3106
0
Engineer job

দুর্গাপুরের ন্যাশনাল পাওয়ার ট্রেনিং ইনস্টিটিউটে ২০২০-২১ শিক্ষাবর্ষে পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ে এক বছরের পোস্ট ডিপ্লোমা কোর্সে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্সে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন (গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়াররা নয়)।

মোট আসনসংখ্যা ৭২। অনলাইন আবেদন করা যাবে সরাসরি https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfAQAhSdJfibiMkDtjJ0ss0KLySvFxCib_SlUUin2MnL5o-Vw/viewform লিঙ্কে গিয়ে, আগামী ১২ নভেম্বর পর্যন্ত।

http://www.npti.gov.in/npti_durgapur/sites/npti-durgapur.com/files/news-documents/PDC%2023rd%20Advt-Single%20page.pdf লিঙ্কে নোটিসটি দেখতে পারবেন।

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল