ইউপিএসসির সিভিল সার্ভিস প্রিলি পরীক্ষার ফল

1100
0
NET, Net, Net Online Application

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ২০২০-র সিভিল সার্ভিসেস (প্রিলিমিনারি) এগজামিনেশনের ফল বেরিয়ে গেছে। পরীক্ষা হয়েছিল গত ৪ অক্টোবর। সফল প্রার্থীদের মেইন পরীক্ষায় বসার জন্য আবার আবেদন করতে হবে ডিটেইল্ড অ্যাপ্লিকেশন ফর্ন-ওয়ানে (DAF-I for the Civil Services (Main) Examination, 2020)। তার আগে অবশ্য অনলাইনেই রেজিস্টার্ড হয়ে নিতে হবে। ফর্ম পাওয়া যাচ্ছে, ইন্সট্রাকশন শিট সহ, কমিশনের ওয়েবসাইটে দেওয়া লিঙ্কে (https://upsconline.nic.in/daf/daf_csm_2020/)। আগামী ১১ নভেম্বর সন্ধে ৬টার মধ্যে তা অনলাইনেই পূরণ করতে হবে। পরীক্ষা শুরু আগামী ৮ জানুয়ারি শুক্রবার। পরীক্ষার বিশদ সূচি ও ই-অ্যাডমিট কার্ড পরীক্ষার ৩-৪ সপ্তাহ আগে আপলোড করা হবে। কোনো বিষয়ে কিছু জানতে হলে কাজের দিনগুলিতে বেলা ১০টা-৫টার মধ্যে ফোন করতে পারেন এই ফেলিসিটেশন সেন্টারের নম্বরগুলিতে: 011-23385271, 011-23098543 or 011-23381125. মোট ১০৫৬৪ জন সফল প্রার্থীর তালিকা সহ কমিশনের এই বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: https://www.upsc.gov.in/sites/default/files/WR-CSP-20-NameList-Engl-261020.pdf

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল