কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ অক্টোবর ২০২০

675
0
Bhatpara Municipality Recruitment 2023

আন্তর্জাতিক

  • পাকিস্তানের পেশোয়ারে একটি মাদ্রাসায় বিস্ফোরণে মৃত্যু হল ৭ জন শিশু পড়ুয়ার। জখম হয়েছেন ৭০ জন। কোনো জঙ্গি গোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করেনি। আইডি ব্যবহার করেই বিস্ফোরণ ঘটানো হয়েছে।
  • করোনা সংক্রমণ বৃদ্ধির বিরুদ্ধে ইতালি সরকার যেসব বিধিনিষেধ জারি করেছে তার প্রতিবাদে মিছিল, বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটল উত্তর ইতালির বিভিন্ন শহরে। এদিকে বিশ্বে সংক্রমিতের সংখ্যা বৃদ্ধি পেয়ে হল ৪,৪১,৪৫,৩৬৭। মোট প্রাণহানি হয়েছে ১১,৬৯,৬৬৭ জনের।
  • ভারতে সন্ত্রাস ও নাশকতা চালানোর অভিযোগে পাকিস্তানে গা ঢাকা দিয়ে থাকা ১৮ জনকে ইউএপিএ-এর আওতায় জঙ্গি তালিকাভুক্ত করল ভারত।

জাতীয়

  • ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা ও সামরিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ঐতিহাসিক ‘বেকা’ চুক্তি (বিইসিএ) স্বাক্ষরিত হল। তার আগে দুদেশের মধ্যে ‘টু প্লাস টু’ বৈঠকে অংশ নিলেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও, মার্কিন প্রতিরক্ষা সচিব মার্ক এসপার, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
  • দেশে গত ২৪ ঘণ্টায় ৯,৫৮,১১৬ জনের করোনা পরীক্ষা হয়েছে এবং ৩৬,৪৭০ জনের সংক্রমণ ধরা পড়েছে। দৈনিক সংক্রমণের এই সংখ্যা গত ৩ মাসে সর্বনিম্ন। দেশে মোট ৭৯,৪৬,৪২৯ জন সংক্রমিত হলেও সক্রিয় রোগীর সংখ্যা কমে হল ৬,২৫,৮৫৭। মোট প্রাণহানি হয়েছে ১৯,৫০২ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এই তথ্য জানিয়েছে।
  • দেশজুড়ে ‘আনলক ৫’ আচরণবিধিকেই আরও একমাস (১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর) সম্প্রসারিত করল কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত, ২৫ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত লকডাউন চলেছে দেশে, ১ জুন শুরু হয়েছিল ‘আনলক ১’।

বিবিধ

  • ফেসবুকের ভারতীয় শাখার চিফ আঁখি দাস ইস্তফা দিলেন।
  • ভারতের মাটিতে মোটরবাইক নির্মাণ করতে হিরো মোটোকর্প সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধল হার্লে ডেভিডসন।
  • যাত্রীদের মালপত্র সংগ্রহ ও অন্যান্য জায়গায় পাঠানোর জন্য ‘ক্যাগস অন হুইলস’ পরিষেবা শুরুর কথা জানাল ভারতীয় রেল।

খেলা

  • অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করা হল। চোটের কারণে দলে রাখা হয়নি রহিত শর্মার নাম। কে এল রাহুলকে একদিনের এবং টি২০তে সহঅধিনায়ক করা হয়েছে। টেস্টে সহঅধিনায়ক করা হল অজিঙ্ক  রাহানেকে।
  • কলকাতার মহমেডান স্পোর্টিং ক্লাবের কোচ নিযুক্ত হলন স্পেনের হোসে হেভিয়া।