ন্যাশনাল হাইওয়ে অথরিটিতে ১৬৩ ম্যানেজারিয়াল নানা পদে নিয়োগ

2776
0

ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডে ১৬৩ জন ম্যানেজার (টেকনিক্যাল), ডেপুটি জেনারেল মানেজার (টেকনিক্যাল) ও জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল, ফিনান্স) নিয়োগ করা হবে।

শূন্যপদ: ম্যানেজার (টেকনিক্যাল): ৫৪, ডেপুটি জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল): ৯৭, জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল): ১০, জেনারেল ম্যানেজার (ফিনান্স): ২।

যোগ্যতা: ম্যানেজার (টেকনিক্যাল): সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সঙ্গে তিন বছরের অভিজ্ঞতা। ডেপুটি জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল): সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সঙ্গে ৬ বছরের অভিজ্ঞতা। জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল): সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সঙ্গে ১৪ বছরের অভিজ্ঞতা।

জেনারেল ম্যানেজার (ফিনান্স): কমার্স/ অ্যাকাউন্টস ডিগ্রি বা আইসিএআই/ আইসিডব্লুএআই/ এমবিএ (ফিনান্স) সঙ্গে ১৪ বছরের অভিজ্ঞতা।

আবেদনের পদ্ধতি: www.nhai.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১ জানুয়ারি ২০২১ পর্যন্ত। অনলাই্রনে পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট-আউট ও যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স পাঠাতে হবে DGM (HR & Admin)-I A, National Highway Authority of India, Plot No: G-5&6, Sector-10, Dwarka, News Delhi-110075 ঠিকানায়। পৌঁছতে হবে ১৫ জানুয়ারি ২০২১ তারিখের মধ্যে।

https://nhai.gov.in/nhai/sites/default/files/policy_circular/Advt_for_Mgr_T_DGM_T_%20GM_T_and_GM_Fin_Nov_2020.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন।

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল