কারেন্ট অ্যাফেয়ার্স ২ নভেম্বর ২০২০

854
0

আন্তর্জাতিক

  • খাস কাবুল বিশ্ববিদ্যালয়ের চত্বরে হামলা চালল জঙ্গিরা। গুলিতে মারা গেলেন ২২ জন। আহত অন্তত ২৫। ক্যাম্পাসে একটি বইমেলা চলাকালীন এই হামলা। হঠাৎই এলোপাথাড়ি গুলি চালাতে থাকে জঙ্গিরা। পাঁচ ঘণ্টা ধরে লড়াই চালিয়ে বিশ্ববিদ্যালয় চত্বর দখল মুক্ত করে আফগান সেনা।
    নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অর্ডেনের
  • মন্ত্রিসভায় প্রথমবার স্থান পেলেন ভারতীয় মহিলা প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণান। কেরলের এর্নাকুলামের বছরচল্লিশের প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণান যুবকল্যাণ এবং জনজাতি উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন। লেবার পার্টির প্রিয়ঙ্কার জন্ম চেন্নাইয়ে। নিউজিল্যান্ডে পড়তে গিয়ে জড়িয়ে পড়েন সেখানকার রাজনীতিতে।

জাতীয়

  • দেশের দৈনিক করেনা সংক্রমণের সংখ্যা কমে দাঁড়াল ৩৮ হাজারে। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ রোগীর সংখ্যা আক্রান্তের থেকে দেড় গুণ বেশি। বর্তমানে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮২ লক্ষ ৬৭ হাজার ৬২৩ ।
  • রাজ্যসভার ১০টি আসন জিতল বিজেপি। উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে নির্বাচনের এই ফলে বিজেপির আসন সংখ্যা দাঁডাল ৯৪। ২৪৫ আসনের রাজ্যসভায় শাসক দলের জোট আসন সংখ্যা ১১৮। ভারতের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এই প্রথমবার কংগ্রেসের আসন ৪০-এর নিচে নেমে গেল। বর্তমানে কংগ্রেসের আসন ৩৭।
  • করোনার কারণে সাত মাসেরও বেশি দিন বন্ধ থাকার পর অসমে খুলল স্কুল।
  • করোনার সতর্কতাহেতু রাজস্থান সরকার আগামী দেওয়ালিতে বাজি পোড়ানো নিষিদ্ধ করল। এবং মুখে মাস্ক পরাও বাধ্যতামূলক করতে আইন আনতে চলেছে।

বিবিধ

  • পেরুর ইনকা সভ্যতার প্রাচীন নিদর্শন মাচুপিচু প্রায় আট মাস পর খুলে দেওয়া হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে এটি বন্ধ করে দেওয়া হয়েছিল। আন্দিজ পর্বতমালার পেরুর দর্শনীয় স্থানের মধ্যে এটি অত্যন্ত জনপ্রিয়।
  • বিমান বন্দর ও হাওড়া স্টেশনে করোনা সংক্রমণ এড়াতে মিসড কলে মিলবে প্রিপেড ট্যাক্সি। করোনার কারণে প্রিপেড ট্যাক্সির লাইনে যাত্রীদের ভিড় কমাতেই এই ব্যবস্থা বলে সূত্রে জানানো হয়েছে। যাত্রীরা ৭৪৩৯৭৫১৮৫৫ নম্বরে ফোন করলেই মিলবে ট্যাক্সি।

খেলা

  • বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু করোনার সচেতনতার কারণে খেলা থেকে অবসর নিতে চান এমন বার্তায় গোটা খেলার দুনিয়ায় হইচই পড়ে যায়। ২৫ বছরের খেলোয়াড পি ভি সিন্ধু তাঁর পোস্টে লেখেন, করোনার বিরুদ্ধে লড়াই আরও জোরদার করার জন্যই নাকি তাঁর এই বার্তা। করোনায় আক্রান্ত হয়ে দু সপ্তাহ মাঠের বাইরে ছিলেন রোনাল্ডো। সেরি আ-তে সেপেজিয়ার বিরুদ্ধে স্মরণীয় জোড়া গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
  • সোমবার সোশ্যাল মিডিয়ায় সরকারি ভাবে জার্সি প্রকাশ করল এসসি ইস্টবেঙ্গল। লাল হলুদ রঙ্রের সঙ্গে মশালের শিখার নকশায় সাজানো হয়েছে, এ ছাড়া বাইরের ম্যাচের (অ্যাওয়ে) জন্য নীল সাদা জার্সির একাংশে রয়েছে মাছের আদলে নকশা। তৃতীয়, কালো রঙের ওপরে রয়েছে বাঘের শরীরের হলুদ ডোরাকাটা নকশা। এই তিন রকমের নতুন জার্সির প্রকাশ করল ইস্টবেঙ্গল।