কারেন্ট অ্যাফেয়ার্স ৪ নভেম্বর ২০২০

530
0
19th August Current Affairs

আন্তর্জাতিক

  • আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে পাল্লা ভারী এবার ট্রাম্প বিরোধী বাইডেনের। সেখানকার সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এই বার্তা ‘দেশে ডেমোক্র্যাসি ফেরাতে আসছেন ডেমোক্রাট রাষ্ট্রপতি’। তবে অপেক্ষা করতে হবে শেষ অবধি। আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচনে জিততে গেলে ইলেক্টর অর্থাৎ নির্বাচকদের সংখ্যাগরিষ্ঠতা পেতে হয়।
  • ভারতে জাতি, ধর্ম, নেতা, সংগঠন সংস্থা নির্বিশেষে ঘৃণা ছড়ানোর বিরুদ্ধে ভারত অভিযোগ তুলল রাষ্ট্রসংঘের মঞ্চেই। যেখানে ভারতের পক্ষে আমেরিকার বিরুদ্ধে অভিযোগ জানাল।
  • দীর্ঘ ১৩ বছর পর মালাবার গোষ্ঠীতে ফিরে এল অস্ট্রেলিয়া। যা চিনের কাছে এক বড় ধাক্কা। ‘মালাবার ২০২০’— চলতি মাস জুডে দু’দফায় চলবে এই মহড়া। ভারত মহাসাগরীয় চারটি দেশ ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়া এই মহড়ায় অংশ নিচ্ছে। মঙ্গলবার থেকে বিশাখাপত্তনমে শুরু হল এই মহড়ার প্রথম পর্ব। ভারতীয়, মার্কিন নৌবাহিনী সহ জাপান মেরিটাইম সেল্ফ ডিফেন্স ফোর্স ও রয়্যাল অস্ট্রেলিয়ান নেভি এই মহড়ায় থাকবে।

 

জাতীয়

  • অসম, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানার পর কর্নাটক ও মধ্যপ্রদেশ সরকার বিয়ের আগে ধর্মান্তর আটকাতে নয়া আইন আনতে চলেছে। সম্প্রতি এক রায়ে এলাহাবাদ হাইকোর্ট জানিয়েছে, শুধু বিয়ের জন্য ধর্মান্তর মেনে নেওয়া যায় না। ‘লাভ জেহাদ’ বিতর্কেই আদালতের এই মন্তব্য।
  • কলকাতায় নবান্নে পাহাড়ের উন্নয়ন নিয়ে জিটিএ বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও জিটিএ প্রধান বা জনমুক্তি মোর্চা সভাপতি বিনয় তামাং। ৫০ মিনিট ধরে মিটিং হয়। উল্লেখ্য, খুন ও নানান অপরাধে অভিযুক্ত পলাতক বিমল গুরুং প্রকাশ্যে আসার ও মমতার ছত্রছায়ায় থাকতে আগ্রহ প্রকাশের পরই সরকারের এই মিটিং গুরুত্বপূর্ণ। বিমল গুরুংকে ঘিরে বিক্ষোভে উত্তাল পাহাড়। বিনয় তামাং সাংবাদিকদের বলেছেন, থমকে থাকা একগুচ্ছ বিষয় নিয়ে আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে।
  • করোনা বিধি মেনে কর্নাটক ও মধ্যপ্রদেশের উপনির্বাচন মিটল শান্তিতে। বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মধ্যপ্রদেশের ২৮টি ও ওড়িশার ২টি করে কেন্দ্রে ভোট গ্রহণ হয়।

 

বিবিধ

  • পুজোর মরসুমে পেঁয়াজ রেকর্ড দামে উঠল। প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হল। দাম বাড়ার পেছনে নাকি রয়েছে পরিবহন সমস্যা। বক্তব্য ব্যবসায়ীদের।
  • দৃশ্যদূষণ রুখতে পুরসভার অনুমতি ছাড়া কোনো ব্যক্তি মালিকানাধীন গৃহেও হোর্ডিং বসানোর অনুমতি দেবে না পুরসভা। কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা বা অফিসপাড়া ডালহৌসির মতো গুরুত্বপূর্ণ স্থানকে হোর্ডিংমুক্ত করতে চায় পুরসভা।
  • রাজ্য ও কেন্দ্রীয় রেলমন্ত্রকের যৌথ আলোচনায় ও প্রয়াসে করোনা পরবর্তী আনলক পর্বে হাওড়া ও শিয়ালদহ শাখায় ২১০টি লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত হল। চূড়ান্ত দিনক্ষণ জানা যাবে শীঘ্রই।
  • আইএনএ-র হেফাজতে থাকা গ্রেপ্তার হওয়া পেশায় মাদ্রাসা শিক্ষক মোমিন মণ্ডলকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, একটি ধর্মীয় প্রতিষ্ঠান গড়তেই তিনি টাকা তুলতেন।

 

খেলা

  • অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসন আইপিএল সহ সব ধরনের ক্রিকেট থেকে চিরবিদায় নিলেন। চার বছর আগে অস্ট্রেলীয় ক্রিকেটকে চিরবিদায় জানিয়েছিলেন। গত বছর বিগ ব্যাস থেকে অবসর ঘোষণা করেছিলেন। মঙ্গলবার সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিলেন অলরাউন্ডার এই ক্রিকেটার।

 

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল