কারেন্ট অ্যাফেয়ার্স ৭ নভেম্বর ২০২০

740
0

আন্তর্জাতিক

  • মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচন সম্পন্ন হওয়ার চার দিন পর স্পষ্ট হল রাষ্ট্রপতি নির্বাচনের ফল। ৫৩৮টি ইলেক্টোরাল ভোটের মধ্যে ২৭৯টি পেয়ে নির্বাচিত হলেন জোসেফ রবিনেট বাইডেন। আগামী ২০ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নেবেন তিনি। ৭৭ বছর বয়সী এই ডেমোক্র্যাট নেতা মার্কিন মুলুকের প্রবীণতম রাষ্ট্রপতি হচ্ছেন। রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় রাষ্ট্রপতি হতে পারলেন না। লিবার্টেরিয়ান পার্টির জো জরগেনসন পেয়েছেন তৃতীয় স্থান। জো বাইডেন ১৯৭১ সালে জুনিয়র সেনেটর হয়েছিলেন। একই সঙ্গে মার্কিন উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন ডেমোক্র্যাট নেতা কমলা হ্যারিস। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম অশ্বেতাঙ্গ মহিলা উপরাষ্ট্রপতি হতে চলছেন। কমলা ভারতীয় বংশোদ্ভূত।
  • বিশ্ব করোনায় আক্রান্ত হয়েছন ৪,৯৯,৬৪,৯১৫ জন। প্রাণহানি হয়েছে ১২,৫৩,১৫৬ জনের।

 

জাতীয়

  • রাষ্ট্রসঙ্ঘে ১৯৩টি সদস্য দেশের মধ্যে ১২৬টি দেশের সমর্থন পেয়ে রাষ্ট্রসংঘের প্রশাসনিক ও বাজেট সংক্রান্ত উপদেষ্টা কমিটির সদস্য নির্বাচিত হলেন ভারতের বিদিশা মৈত্র। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি এই বঙ্গতনয়া। ২০০৮ ব্যাচের ফার্স্ট অফিসার বিদিশিা রাষ্টসংঘে ভারতের কনিষ্ঠ সদস্য। তাঁর স্বামী মায়াঙ্ক সিংও আইএফএস অফিসার এবং তিনিও স্থায়ী মিশনেই কর্মরত।
  • দেশে করোনায় মোট ১,২৫,৫৬২ জনের মৃত্যু হল। মৃত্যু সংখ্যার নিরিখে প্রথম তিনটি রাজ্য হল মহারাষ্ট্র, কর্নাটক ও তামিলনাড়ু। কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান সংক্রমিত হলন করোনায়। দেশে মেট ৮৪,৬২,০৮০ জন করোনায় সংক্রমিত হয়েছেন।

 

বিবিধ

  • অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে আর্থ অবজারভেশন স্যাটেলাইট-এর উৎক্ষেপণ সফল হল। এদিন পিএসএলভি—সি ৪৯ রকেটের সাহায্যে একই সঙ্গে ৯টি বিদেশি কৃত্রিম উপগ্রহকেও সাফল্যের সঙ্গে মহাকাশে নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করেছে ইসরো। করোনা কালে এই প্রথম উপগ্রহ মহাকাশে পাঠাল তারা।

 

খেলা

  • পিট সাম্প্রাসের রেকর্ড স্পর্শ করে মোট ৬ বার এটিপি বিশ্ব র‍্যাঙ্কিংয়ের তালিকায় শীর্ষে থেকে মরসুম শেষ করলেন নোভাক জকোভিচ।
  • ২৫ বছরের মধ্যে প্রথম কোনও জার্মান খেলোয়াড় হিসাবে প্যারিস মাস্টার্সের ফাইনালে উঠলেন আলেকজান্ডার জেরেভ। সেমিফাইনালে তিনি হারালেন রাফায়েল নাদালকে।
  • পাকিস্তানের কিংবদন্তি হকি খেলোয়াড় আবদুল রশিদ জুনিয়ার (৭৯) প্রয়াত হলেন। ১৯৬৮ সালের অলিম্পিক সোনা জয়ী পাকিস্তান হকি দলের সদস্য ছিলেন তিনি।

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল