কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ নভেম্বর ২০২০

661
0

আন্তর্জাতিক

  • সদ্য সমাপ্ত মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে জো বাইডেন ৩০৬ ও ডেনাল্ড ট্রাম্প ২৩২টি ইলেক্টোরাল ভোট পেলেন। ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্প ৩০৬ ও হিলারি ক্লিন্টন ২৩২ ইলেক্টোরাল ভোট পেয়েছিলেন। এবার বাইডেন ও ট্রাম্প যথাক্রমে ৪৯.৫ এবং ৪৯.২ শতাংশ পপুলার ভোট পেয়েছেন। বাইডেন অবশ্য সামগ্রিক ৫১ শতাংশ পপুলার ভোট পেয়েছেন।
  • আলকায়দার দ্বিতীয় সর্বোচ্চ নেতা আবদুল্লা আহমেদ আবদুল্লা ওরফে মহম্মদ আল মাসরি নিহত হয়েছেন বলে খবরে প্রকাশ। ইরানের রাজধানী তেহরানের রাস্তায় গত আগস্ট মাসে দুজন মোটরসাইকেল আরোহী তাঁকে হত্যা করেছিল বলে জানা গেছে। ইরান অবশ্য এই খবর অস্বীকার করল।

 

জাতীয়

  • রাজস্থানের জয়সলমিরে লঙ্গেওয়ালা সেনাশিবিরে জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে জম্মু ও কাশ্মীর সীমান্তে সংঘর্ষবিরতি লঙ্ঘনের ঘটনায় নয়াদিল্লিতে পাক হাই কমিশনার জাওয়াদ আলিকে তলব করে তীব্র প্রতিবাদ জানাল ভারত।
  • দেশে এখনও পর্যন্ত ৮৭,৭৩,৪৭১ জন কোভিডে সংক্রমিত হয়েছেন। প্রাণহানির সংখ্যা ১,২৯,১৮৮। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে ৭,৮০০ জন সংক্রমিত হয়েছেন। এরই মধ্যে মহারাষ্ট্র সরকার ১৬ নভেম্বর থেকে ধর্মস্থানগুলি খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল।

 

বিবিধ

  • বিশ্বের শ্রেষ্ঠ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকা প্রকাশ করল মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। তারা যে ১,৫৯,৬৮৩ জনের তালিকা প্রকাশ করল সেখানে ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানে গবেষণারত ১,৪৯২ ভারতীয় বিজ্ঞানীর নাম রয়েছে। খড়গপুর আইআইটির ৬৭ জন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৩৩ জন ও কলকতার আইএসআই–এর ৩২ জনের নাম রয়েছে।
  • গুজরাটি নববর্ষ ২০৭৭-এর সূচনা হল। এদিন মুম্বইয়ে মুরত লেনদেনের ঘণ্টা বাজিয়ে উদ্বোধন করলেন অভিনেত্রী এথিয়া শেট্টি।

 

খেলা

  • নতুন মরসুমের আই লিগে মহিলা রেফারিদের দিয়ে ম্যাচ পরিচালনার ইঙ্গিত দিলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের রেফারি ডিরেক্টর জে রবিশঙ্কর।
  • আন্তর্জাতিক রাগবিতে নিউজিল্যান্ডকে হারিয়ে দিল আর্জেন্টিনা। এই প্রথম রাগবিতে তারা নিউজিল্যান্ডকে হারাল।
  • বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারাল ব্রাজিল।

 

 

 

লাইভ টিভি দেখুন:https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল