এইমসে ১৯৪ জুনিয়র রেসিডেন্ট

1783
0
aiims recruitment 2022

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে জানুয়ারি ২০২১ শিক্ষাবর্ষে ১৯৪ জন জুনিয়র রেসিডেন্ট (নন-অ্যাকাডেমিক)নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: F.01/2021-Acad.I

শূন্যপদ: বার্নস অ্যান্ড প্লাস্টিক সার্জারি: ৮ (অসংরক্ষিত ৫, ওবিসি ২, তপশিলি জাতি ১), কার্ডিওক্যাডিওলজি: ১ (অসংরক্ষিত), কার্ডিওলজি: ১ (ইডব্লুএস), কমিউনিটি মেডিসিন: ৪ (অসংরক্ষিত ১, ওবিসি ১, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১), সিটিভিএস: ১ (অসংরক্ষিত), ডার্মেটোলজি অ্যান্ড ভেনেরোলজি: ১ (ওবিসি), ইএইচএস: ৩ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১), ইর্মাজেন্সি মেডিসিন: ৭৬ (অসংরক্ষিত ৩০, ইডব্লুএস ৮, ওবিসি ২০, তপশিলি জাতি ১২, তপশিলি উপজাতি ৬), ইর্মাজেন্সি মেডিসিন (ট্রমা সেন্টার): ১২ (অসংরক্ষিত ৫, ইডব্লুএস ১, ওবিসি ৪, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১), ল্যাব মেডিসিন: ২ (ওবিসি ১, তপশিলি জাতি ১), নেফ্রোলজি: ৩ (অসংরক্ষিত ১, ওবিসি ১, তপশিলি জাতি ১), নিউরোলজি: ১ (তপশিলি উপজাতি), নিউরোসায়েন্স (ট্রমা সেন্টার): ৫ (অসংরক্ষিত ৩, ওবিসি ১, তপশিলি জাতি ১), নিউরোরেডিওলজি: ২ (ইডব্লুএস ১, ওবিসি ১), অর্থোপেডিক্স (ট্রমা সেন্টার): ৪ (অসংরক্ষিত ২, ওবিসি ১, তপশিলি জাতি ১), পেডিঅ্যাট্রিক্স (ক্যাজুয়ালটি): ৫ (অসংরক্ষিত ২, ইডব্লুএস ১, ওবিসি ১, তপশিলি উপজাতি ১), সাইকিঅ্যাট্রি: ৬ (অসংরক্ষিত ৩, ওবিসি ২, তপশিলি জাতি ১), রেডিওলজি (ট্রমা সেন্টার): ১ (তপশিলি জাতি), রেডিওথেরাপি: ৬ (অসংরক্ষিত ২, ইডব্লুএস ১, ওবিসি ১, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১), রিউমেটোলজি: ২ (অসংরক্ষিত ১, ওবিসি ১), সার্জারি (ট্রমা সেন্টার): ৩১ (অসংরক্ষিত ১৩, ইডব্লুএস ৩, ওবিসি ৮, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ২), ব্লাড ব্যাঙ্ক (মেইন): ৪ (ইডব্লুএস ১, ওবিসি ১, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১), ব্লাড ব্যাঙ্ক (সিএনসি): ৫ (অসংরক্ষিত ৪, তপশিলি জাতি ১), ব্লাড ব্যাঙ্ক (ট্রমা সেন্টার): ২ (অসংরক্ষিত ১, ওবিসি ১), ডেন্টাল সার্জারি প্লাস সিডিইআর: ৮ (অসংরক্ষিত ৪, ইডব্লুএস ১, ওবিসি ২, তপশিলি জাতি ১)।

বেতনক্রম: শুরুতে ৫৬১০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা।

যোগ্যতা: এমসিআই/ ডিসিআই স্বীকৃত এমবিবিএস/ বিডিএস পাশ বা সমতুল ডিগ্রি (১ জানুয়ারি ২০১৮ থেকে ৩১ ডিসেম্বর ২০২০-এর মধ্যে যাঁরা পাশ করেছেন তাঁরাই কেবলমাত্র আবেদন করতে পারবেন)। ডিএমসি/ ডিডিসি রেজিস্ট্রেশন থাকতে হবে।

আবেদনের পদ্ধতি: www.aiimsexams.org ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। সরাসরি http://jr.aiimsexams.org/StudentLogin.aspx লিঙ্কে গিয়েও আবেদন করা যাবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত।

https://www.aiimsexams.org/pdf/Final%20Revised%20ONLINE%20ADVT%20FOR%20JANUARY%202021%20SESSION%20FOR%20JR%20NA%20Ver%20-.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে।

 

 

লাইভ টিভি দেখুন:    https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল