কারেন্ট অ্যাফেয়ার্স ৮ ডিসেম্বর ২০২০

697
0
Current Affairs 1st July

আন্তর্জাতিক

  • কোভিড ১৯ ভাইরাসের প্রথম পরীক্ষিত টিকা দেওয়া হল ব্রিটেনের নব্বই বছরের বৃদ্ধা মার্গারেট কিন্যানকে৷ এদিনই ব্রিটেনে করোনার টিকাকরণ শুরু হয়েছে৷ প্রথম ধাপে তা দেওয়া হচ্ছে বৃদ্ধাবাসে বসবাসকারী মানুষদের৷ ব্রিটেনের কভেন্টি এলাকার এক হাসপাতালে তাঁকে টিকা দেওয়া হল এদিন৷ ভারতীয় বংশোদ্ভূত দম্পতি হরি শুক্লা (৮৭) ও রঞ্জন (৮৩) টিকা নিলেন, টিকা নিলেন উইলিয়াম শেক্সপিয়ার (৮১) নামের এক বৃদ্ধও৷ এদিকে বিশ্বে করোনা সংক্রমণের সংখ্যা বেড়ে হয়েছে ৬,৮২,৬৪,০৯২৷ মোট প্রাণহানি হয়েছে ১৫,৫৬,৮৮০ জনের৷ সুস্থ হয়ে উঠেছেন ৪,৭২,৫৬,০৩০ জন৷
  • নবগঠিত “দ্য হু ফাউন্ডেশন”-এর প্রথম সিইও নিযুক্ত হলেন অনিল সোনি৷ ভারতীয় বংশোদ্ভূত এই স্বাস্থ্য বিশেষজ্ঞ কাজ শুরু করবেন ২০২১ সালের ১ জানুয়ারি৷

 

জাতীয়

  • কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠক করলেন আন্দোলনরত কৃষক নেতৃত্বের সঙ্গে৷ কিন্তু সেই বৈঠকও নিস্ফল থাকল৷ এদিকে কৃষকদের ডাকা ধর্মঘটে মিশ্র প্রভাব পড়ল৷ আন্দোলনকারী কৃষকরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে ষষ্ঠ দফার বৈঠক বাতিল করে দিলেন৷
  • গত ২৪ ঘণ্টায় দেশে ২৬,৫৬৭ জন করোনা সংক্রমিত হয়েছেন৷ এর আগে শেষবার ১০ জুলাই দৈনিক সংক্রমণ ছিল ২৬,৫০৬ জনের৷ তখন দৈনিক ২.৩ লক্ষ নমুনার নিরিখে সংক্রমণ ছিল ৯.৩ শতাংশ৷ এখন দৈনিক ১০ লক্ষ নমুনা পরীক্ষায় এই হার কমে হয়েছে ২.৬ শতাংশ৷ বর্তমানে সুস্থতার হার ৯৪.৫৯ শতাংশ৷ সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ৩,৮৩,৮৬৬৷

 

বিবিধ

  • মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮,৮৪৮.৮৬ মিটার বা ২৯,০৩২ ফুট৷ চিন ও নেপাল এদিন যৌথভাবে এই ঘোষণা করল৷ এর অর্থ এভারেস্টের উচ্চতা বেড়েছে ৮৬ সেমি৷ ১৮৫৬ সালে প্রথম এই উচ্চতার খোঁজ দিয়েছিলেন রাধানাথ শিকদার৷ ১৯৯৯ সালে ন্যাশনাল জিওগ্রাফির উদ্যোগে একদল মার্কিন বিজ্ঞানীর দাবি ছিল এই উচ্চতা ৮৮৫০ মিটার৷
  • অসমে মানস ব্যাঘ্র প্রকল্পে বাঘের সংখ্যা ৫২৷ ২০১৯ সালের ব্যাঘ্র সুমারির এই তথ্য বলছে ৯ বছরে সেখানে বাঘ বেড়েছে ৫ গুণ৷

 

খেলা

  • সিডনিতে সিরিজের তৃতীয় টি২০ ম্যাচে ১২ রানে জয়ী হল অস্ট্রেলিয়া৷ ম্যান অব দ্য ম্যাচ হলেন মিচেল গোয়েপসন৷ এই সিরিজে ২-১ ব্যবধানে জয়ী হল ভারত৷
  • আইএসএলে নর্থ-ইস্ট ইউনাইটেডের সঙ্গে বেঙ্গালুরু এফসির ম্যাচ ২-২ গোলে অমীমাংসিত থাকল৷
  • ২০২৪ প্যারিস অলিম্পিকে স্পোর্ট ক্লাইম্বিং, সার্ফিং, ব্রেকডান্স ও স্কেটবোর্ডিং-এর মতো নতুন চারটি ইভেন্ট যুক্ত হল৷

 

লাইভ টিভি দেখুন:  https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল